#যোধপুর: যোধপুর আদালত থেকে বড়সড় স্বস্তি পেলেন সলমন খান ৷ সোমবার যোধপুরের সিজেএএম আদালত জানিয়ে দিল নতুন করে করে আর কৃষ্ণসার হরিণ মামলায় অভিযোগ দায়ের করা যাবে না ৷ এদিন আদালত সলমনের বিরুদ্ধে মিথ্যে নথি পেশ করার মামলাকে খারিজ করে দেয় ৷
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলায় অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যে নথি পেশ করেছিলেন সলমন সেই মামলা থেকেই রেহাই দিয়েছে যোধপুরের আদালত ৷
এই মামলায় সলমনের আইনজীবী জানান, সলমন যে ভুল নথি দিয়েছেন তা প্রমাণ করতে পারেননি সলমনের বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী ৷ তাই এ বিষয়ে নতুন কোনও অভিযোগ পত্র আর জমা দেওয়া উচিত নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arms Act, Bollywood, Jodhpur, Salman Khan