Home /News /entertainment /
করণের হাত ধরে সিনেমায় পা শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশানের !

করণের হাত ধরে সিনেমায় পা শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশানের !

Twitter

Twitter

গোটা বলিউড জুড়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা ৷ নানা গুঞ্জনে শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি সিনেমায় পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশান !

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: গোটা বলিউড জুড়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা ৷ নানা গুঞ্জনে শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি সিনেমায় পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশান ! কিন্তু ঠিক কবে, কোন ছবিতে দেখা যাবে এই তাজা যুগলকে তা এখনও পর্যন্ত জানা সম্ভন হচ্ছিল না ৷ অনেকে ভাবছিলেন, ‘করণ হয়তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর নতুন সংস্করন দিয়েই বলিউডে আনবেন দু’জনকে ৷ তবে হল অন্যরকমই ৷ আর তার পর্দা ফাঁস করলেন করণ জোহরই ! ট্যুইটারে শেয়ার করলেন তাঁর নতুন ছবি ‘ধড়ক’-এর পোস্টার ৷ আর সেখানেই দেখা মিলল জাহ্নবী ও ইশানকে !

  dharak

  তবে শুধু সিনেমার জন্যই নয়, এর আগেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবী ও ইশানকে ৷ তবে সিনেমার পর্দায় নয়, বরং একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন এই স্টার কিড ৷ পাপারাৎজিরদের পাল্লায় পড়ে সে ছবি হয়েছিল ভাইরালও ৷

  ‘ধড়ক’ ছবি মুক্তি পাবে ২০১৮ সালের জুলাই মাসে ৷ ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক কে খৈতান ৷ প্রযোজক করণ জোহর ৷

  First published:

  Tags: Bollywood, Ishaan Khattar, Jhanvi Kapoor