করণের হাত ধরে সিনেমায় পা শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশানের !

Last Updated:

গোটা বলিউড জুড়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা ৷ নানা গুঞ্জনে শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি সিনেমায় পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশান !

#মুম্বই: গোটা বলিউড জুড়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা ৷ নানা গুঞ্জনে শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি সিনেমায় পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশান ! কিন্তু ঠিক কবে, কোন ছবিতে দেখা যাবে এই তাজা যুগলকে তা এখনও পর্যন্ত জানা সম্ভন হচ্ছিল না ৷ অনেকে ভাবছিলেন, ‘করণ হয়তো স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর নতুন সংস্করন দিয়েই বলিউডে আনবেন দু’জনকে ৷ তবে হল অন্যরকমই ৷ আর তার পর্দা ফাঁস করলেন করণ জোহরই ! ট্যুইটারে শেয়ার করলেন তাঁর নতুন ছবি ‘ধড়ক’-এর পোস্টার ৷ আর সেখানেই দেখা মিলল জাহ্নবী ও ইশানকে !
dharak
তবে শুধু সিনেমার জন্যই নয়, এর আগেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবী ও ইশানকে ৷ তবে সিনেমার পর্দায় নয়, বরং একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন এই স্টার কিড ৷ পাপারাৎজিরদের পাল্লায় পড়ে সে ছবি হয়েছিল ভাইরালও ৷
advertisement
‘ধড়ক’ ছবি মুক্তি পাবে ২০১৮ সালের জুলাই মাসে ৷ ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক কে খৈতান ৷ প্রযোজক করণ জোহর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
করণের হাত ধরে সিনেমায় পা শ্রীদেবী কন্যা জাহ্নবী ও শাহিদের ভাই ইশানের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement