Hot প্যান্টে জাহ্নবী, গাড়িতে উঠতে গিয়েই ঘটল বিপত্তি ! ভিডিও ভাইরাল

Last Updated:

হ্যাঁ, রীতিমতো চমকে উঠলেন জাহ্নবী ৷ কিছু বোঝার আগেই সোজা হাঁটা দিলেন গাড়ির দিকে৷

#মুম্বই: হ্যাঁ, রীতিমতো চমকে উঠলেন জাহ্নবী ৷ কিছু বোঝার আগেই সোজা হাঁটা দিলেন গাড়ির দিকে৷ ততক্ষণে ক্যামেরায় খুচখাচ উঠতে করেছিল ছবি ৷ পাপারাৎজিদের ভিড় কাটিয়ে রীতিমতো দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন জাহ্নবী ৷
ঠিক কী ঘটেছিল জাহ্নবীর সঙ্গে?
গপ্পোটা হল, অন্যদিনের মতো সেদিনও জিমে কসরৎ করে বাড়ি ফিরছিলেন জাহ্নবী ৷ পরনে ছিল হট প্যান্ট ৷ মূলত যা পরে জিম করেন জাহ্নবী ৷ গায়ে জড়ানো ছিল জ্যাকেট ৷
advertisement
হঠাৎ জিম থেকে বের হয়েই জাহ্নবী দেখেন, জিমের বাইরে তাঁর গাড়ি উধাও ! কিছুটা চমকেই যান শ্রীদেবী কন্যা ৷ তারপর কিছু বোঝার আগেই ওখানে উপস্থিত এক ক্যামেরা ম্যান জাহ্নবীকে জানান, তাঁর গাড়ি একটু দূরে পার্ক করা রয়েছে ৷ তাঁকে অনেকটাই হেঁটে যেতে হবে ৷
advertisement
জাহ্নবী ওই ছোট্ট পোশাকেই মুম্বইয়ে গাড়ি ভর্তি রাস্তা দিয়ে হাঁটতে থাকেন তিনি ৷ তারপর কিছুটা দূরে গাড়ি দেখতে পেয়েই
টুক করে উঠে যান জাহ্নবী ৷
দেখুন সেই ভিডিও----
View this post on Instagram

#janhvikapoor snapped at gym today #virabhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hot প্যান্টে জাহ্নবী, গাড়িতে উঠতে গিয়েই ঘটল বিপত্তি ! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement