Home /News /entertainment /

কলকাতায় ‘ধড়ক’-এর শ্যুটিং, শহরে পা রাখলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

কলকাতায় ‘ধড়ক’-এর শ্যুটিং, শহরে পা রাখলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

কলকাতা বিমান বন্দরে জাহ্নবী ও ইশান

কলকাতা বিমান বন্দরে জাহ্নবী ও ইশান

কলকাতায় ‘ধড়ক’-এর শ্যুটিং, শহরে পা রাখলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

 • Share this:

  #কলকাতা:  প্ল্যান ছিলই ৷ এমনকী, চিত্রনাট্য লেখার সময় থেকেই জানা ছিল, ধড়ক ছবির প্রেমিক জুটিকে আসতে হবে কলকাতায় ৷ অবশেষে বুধবার শহরে এসেই পড়লেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ৷ সঙ্গে শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর ৷ করণ জোহরের প্রোডাকশনে তৈরি হওয়া ধড়ক ছবিতে এই দু’জনই নায়ক-নায়িকা ৷ এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন জাহ্নবী !

  বৃহস্পতিবার থেকেই শহরে শুরু হতে চলেছে ধড়কের শ্যুটিং ৷ ছবির গল্পের রেশ ধরেই প্রেমিক-প্রেমিকা কলকাতায় পালিয়ে আসবেন ৷ শহরের বিভিন্ন জায়গায় শ্যুটিং হবে ধড়কের ৷

  কলকাতা বিমান বন্দরে জাহ্নবী ও ইশান কলকাতা বিমান বন্দরে জাহ্নবী ও ইশান

  এবার ডেস্টিনেশন কলকাতা। শহরে শুটিং করতে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপুর। মার্চের একুশ তারিখ থেকে শহরের বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি। মোট দশটি লোকেশনে শুটিং হবে বলে জানা গিয়েছে ।

  কলকাতায় আসছেন জাহ্নবী কপুর। তাঁর প্রথম ছবি ধরকর এর শুটিংয়ের জন্যই শহরে আসছেন শ্রীদেবী কন্যা। ২২ মার্চ থেকে ১০ দিন কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করবেন তিনি।  মায়ের মৃত্যুর একদিন পর শুটিং সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন জাহ্নবী। এবার কলকাতায় তিনি পরের দফায় শুটিং করতে আসছেন।

  ইশান খট্টরের সঙ্গে জাহ্নবী ইশান খট্টরের সঙ্গে জাহ্নবী

  জাহ্নবী অভিনীত ধরক ছবির প্রযোজক করণ জোহর। জানা যাচ্ছে ছবির গল্পে নায়ক নায়িকা  কলকাতায় পালিয়ে আসবেন। আর তারই শ্যুটিং হবে কলকাতার নানা জায়গায় ৷  ছবির এই অংশটাই শহরে শুটিং করবেন পরিচালক। জাহ্নবীর ডেবিউ ছবি ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা। ছবিতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে ইশান খট্টরকে ৷

  রিপোর্ট: দেবপ্রিয় দত্ত মজুমদার 

  First published:

  Tags: Bollywood, Entertainment, Jhanavi kapoor, Kolkata Airport, News

  পরবর্তী খবর