Tollywood Gossip: রিস্ক ছিল সাংঘাতিক... দ্বিতীয়বার মা হলেন নিম ফুলের মধুর 'মৌমিতা' মানসী সেনগুপ্ত! ছেলে হল না মেয়ে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ছেলের জন্মের খবর বুধবার সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেত্রী। ফোট কার্ডটিতে ছিল নীল রঙে আঁকা হার্ট, তার মধ্যে একটা শিশুর পায়ের ছাপ। লেখা ‘ইটস অ্যা বয়।’
নিম ফুলের মধু’র খলনায়িকা ‘মৌমিতা’কে তো নিশ্চয়ই চেনেন? অয়ন-মৌমিতার দুষ্টুমিতে তিতিবিরক্ত দত্ত পরিবার। সেই মৌমিতার জীবনেই এবার নতুন শুরু। বুধবার সকালে মাতৃত্বের খবর ভাগ করে নিলেন ‘নিমফুলের মধু’র অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি।
ছেলের জন্মের খবর বুধবার সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেত্রী। ফোট কার্ডটিতে ছিল নীল রঙে আঁকা হার্ট, তার মধ্যে একটা শিশুর পায়ের ছাপ। লেখা ‘ইটস অ্যা বয়।’
advertisement
অসুস্থ হয়ে পড়ায় মানসী অবশ্য আগে থেকেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন। হাসপাতাল থেকেই একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী, যেখানে দুধ খাবেন না বলে শিশুর মতো কাঁদছেন। সোমবার সকাল সকাল দিদির সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছিলেন বোন রাইমা সেনগুপ্ত। তিনি মানসীর জন্য নিয়ে যান একটি বই, ডায়েরি ও তাঁর মেয়ের লেখা একটি চিঠি। মানসী পড়ে ফেলেন সেই চিঠি। সেখানে লেখা, ‘আই লাভ ইউ মম অ্যান্ড মাই সুইট বেবি।’
advertisement
সমাজ মাধ্যমে মানসী বেশ সক্রিয়। তাঁর মেয়ে ও বোনকে নিয়ে মাঝেমাঝেই ভিডিও দেন তিনি। আপাতত তাঁর ও তাঁর সন্তানের সুস্থতা কামনা করছেন দর্শকেরা। খবর সামনে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 10:52 AM IST