#কলকাতা: মোটেও এরকমটি নয়, শুধু জন্মদিন আর মৃত্যু দিবস আসে বলেই মনে পড়ে ঋতুদাকে ৷ আসলে, গত তিন সপ্তাহে সিনেমা হলে গিয়ে তিনটে বাংলা ছবি দেখে ফেলেছি ৷ হল উপচে পড়ছিল দর্শকের ভিড়ে ৷ চিজ পপকর্নের গন্ধে মোঁ মোঁ ৷ আর স্ক্রিনে একের পর এক বিজ্ঞাপন ৷ তারপর আসল সিনেমা ৷ সব কটি ছবিই, ঘরানায় থ্রিলার ৷
এক ঝটকায় প্রায় চার-পাঁচেক থ্রিলার ছবি মুক্তি পেয়ে গিয়েছে টলিউডে ৷ কোনওটা বই থেকে তুলে আনা গোয়েন্দার গল্প, তো কোনওটা পরিচালকদের লেখা স্ক্রিপ্ট ৷
কিছুদিন ধরে টলিউডে অদ্ভুত ট্রেন্ড ৷ থ্রিলার ছবি বানানোর ৷ যে পারছে, সেই একবার হাত ধুয়ে নিচ্ছেন এই থ্রিলার জলে ৷ আমাকে ক্ষমা করবেন তাঁরা ৷ কিন্তু কেন জানি না, সব থ্রিলার দেখেই বার বার মনে পড়ছে, এই দৃশ্যটা তো আগে দেখেছি ! এই রকম ভাবে পরিপাটি সাজানো দৃশ্য বাংলা ছবিতে বহু আগেই সামনে নিয়ে এসেছিলেন ঋতুপর্ণ ঘোষ !
একটা খুন, আর অনেক গুলো চরিত্র ৷ তদন্ত শুরু করতেই পর পর সামনে আসতে থাকা আরও একডজন গল্প ৷ খুনি কে? তখন তো একেবারে প্রেক্ষাপট ৷ সামনে এসে দাঁড়ায় এক চরিত্রের সঙ্গে আরেক চরিত্রের ইকুয়েশন !
আগাথা ক্রিস্টির এক গল্প থেকেই নাকি অনুপ্রাণিত হয়ে ঋতুপর্ণ ঘোষ তৈরি করেছিলেন ‘শুভ মহরৎ’ ৷ এক নায়িকার হঠাৎ মৃত্যু ৷ কিন্তু পরিচালক ঋতুপর্ণ ঘোষ, গল্পকে বাঁধলেন হিংসে, পরকীয়া, প্রেম, বিরহের সুতো দিয়ে ৷ থ্রিলার হয়ে গেল, অদ্ভুত এক সম্পর্কের টানাপোড়েনের গল্প ! কিংবা ঋতুপর্ণের শেষ ছবি ‘সত্যান্বেষী’ ! ব্যেমকেশ বক্সীর ‘চোরাবালি’ গল্পের সঙ্গে ঋতুপর্ণ ঘোষ মিশিয়ে দিলেন অদ্ভুত এক চাওয়া-পাওয়ার গল্পকে ৷ খুনের রহস্যের সঙ্গে শরীরী রহস্যের এক সমাধান !
দুটো ক্ষেত্রেই সমালোচনা হয়েছিল প্রচুর ৷ কিন্তু ঋতুদার ক্রাফ্টম্যানশিপ নিয়ে টু শব্দটি করতে পারেনি কেউ-ই ৷ তাই হয়তো, বড় পর্দায় গল্প বলার জন্য এখনও পরিচালকরা গল্প বলা শুরু করলে, রেফারেন্স সেই ঋতুপর্ণ ঘোষই ! তবে শুধু থ্রিলারই নয় ৷ অন্যরকম গল্প বলতে গেলেই, কোথা থেকে জানি হাজির হয়ে আসে ঋতুপর্ণের ছাপ !
ঋতুপর্ণের ছাপ মানে ? একসঙ্গে বক্স অফিসে হাজির হয়েছিল একদিকে শেক্সপিয়রের টলিউড সংস্করণ, আর অন্যদিকে শীর্ষেন্দুর গোয়েন্দার এক সিকোয়েল ছবি ! তবে গল্প আলাদা ৷ আর গত সপ্তাহেই একটা খুন ও তিন চরিত্রে ‘কানেকশন’ নিয়ে এক সাংবাদিক বন্ধুর পরিচালক হওয়ার পর দ্বিতীয় ছবি ! তিনটি ছবির পরিচালক আলাদা, গল্পও আলাদা, প্রেক্ষাপট আলাদা ৷ অভিনেতা, প্রযোজক আলাদা ৷ কিন্তু দেখতে বসে, তিন ছবিতে ঋতুপর্ণ ঘোষের প্রবল টান চোখে পড়ল ! জানি না হয়তো ব্লাইন্ড ফ্যান হওয়ার জন্যই ৷ যাই হোক পরিচালকেরা ক্ষমা করবেন আমাকে ৷
শীর্ষেন্দুর গোয়েন্দা ছবিতে, রহস্য থেকে বেরিয়ে গিয়ে এক পুরুষকে পাওয়ার তীব্র ইচ্ছে, তিন মহিলা চরিত্র ৷ আর একটা খুন ৷ গল্প এগোতেই খুন একেবারে প্রচ্ছন্ন অবস্থায় ৷ প্রকটে অন্যকিছুই ৷ এই স্টাইল তো একেবারেই ঋতুপর্ণ ঘরানার ৷ বলা ভালো চিত্রনাট্যের মধ্যে গল্প ভিতর থেকে টেনে বার করে আনা এক অনুঘটকেই রয়াসনের সবচেয়ে গুরুত্ব দেওয়া ৷ উদাহরণ দিতেই পারি শেক্সপিয়রের ‘হ্যামলেট’-এর আদলে বানানো, নতুন বাংলা ছবির ৷ রবি ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’কে সমকামী প্রেম ও রূপান্তরকামী এক মানুষের ইচ্ছের ওপর দাঁড় করিয়ে ছিলেন ঋতুপর্ণ ঘোষ ! এটাই ছিল তাঁর ইমপ্রোভাইজেশন ! ‘হ্যামলেট’ বাংলার পরিচালক চেষ্টাটা খানিকটা করলেন তাই ৷ বাংলা সিনেমার অবক্ষয়ের সঙ্গে হ্যামলেটকে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা ৷ কিন্তু সেই ঋতুপর্ণ ঘোষের ক্রাফ্ট থেকে ধার নিয়ে ! এমনকী, আবহ টেনে এনে, ছবির গল্পে আলো আধারি তৈরি করে, সংলাপের মারপ্যাঁচ একই ক্রাফ্ট !
সেই পর্দার ফাঁক দিয়ে এক চিলতে রোদ৷ বিছানার চাদরে পরিপাটির দাগ। পাশে রাখা পুরনো আমলের কাঠের টেবিলে বিলেতি ফুলদানি৷ হয়ত, ঠিক পাশের ঘরে মেকআপ নিতে ব্যস্ত নায়িকা৷ ব্যস্ত আর্ট ডিরেক্টর শেষ কাজটুকু বুঝে নিত ৷ নিঁখুত হওয়ার এক লড়াই ৷ তীব্র অস্বস্তিতে ভোগা ৷ কিন্তু এই ছবি এখন পুরোটাই ঝাপসা৷ হয়তো রয়ে গিয়েছে শুধুই রেফারেন্সে ৷ তাই তো বাংলা ছবি (বিদেশের নাচ-গান, মারপিট ব্যতিত) দেখতে বসলে, বার বারই রেফারেন্সের খাতায় ভেসে ওঠে একটাই নাম ঋতুপর্ণ ঘোষ ! হয়তো আমি অন্ধ ভক্ত ! ক্ষমা করবেন অন্য পরিচালকেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Movie, Death Anniversary, Film Director, Rituporno Ghosh