Ileana D'Cruz: বিয়ের আগেই মা, সন্তানের পিতৃপরিচয় নিয়ে পড়েছিলেন বিপাকে... অবশেষে একরত্তির ছবি সামনে আনলেন ইলিয়ানা

Last Updated:

জুলাই মাসে নিজের বিদশি সঙ্গীর পরিচয় ফাঁস করে ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। কোয়া ফিনিক্স ডলান। শুক্রবার থ্যাঙ্কস গিভিং ডে-তে ছেলের ছবি শেয়ার করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়ানা। ছাই রঙা টুপিতে মাথা ঢাকা একরত্তির।

মুম্বই:  সন্তানকে নিয়ে প্রথম থেকেই শিরোনামে ইলিয়ানা। বিয়ে না করে মা হওয়া নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হলেও তাতে খুব একটা কর্ণপাত করেননি ‘বরফি’র নায়িকা। জানা যায় যে ইলিয়ানা ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন। মালদ্বীপে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ছুটি কাটাতে দেখা যাওয়ার পরেই দু’জনের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
জুলাই মাসে নিজের বিদশি সঙ্গীর পরিচয় ফাঁস করে ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তাঁর ছেলের নাম কোয়া ফিনিক্স ডলান। এবার ছেলের মুখ দেখালেন নায়িকা। শুক্রবার থ্যাঙ্কস গিভিং ডে-তে ছেলের ছবি শেয়ার করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়ানা। ছাই রঙা টুপিতে মাথা ঢাকা একরত্তির।
advertisement
যৌনতা এবং যৌনজীবন নিয়ে বরবারই স্পষ্টবক্তা ইলিয়েনা ডি’ ক্রুজ। এর আগে বলিউড নায়িকা বলেছিলেন যৌনতায় তিনি তৃপ্তি পান। যৌনতা তাঁকে তরুণ রাখে এবং যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তাঁর দ্বিধা নেই। ফলে সুন্দরী এই বলিউড নায়িকা সাহসিনীও নিজের মতামত প্রকাশ করার দিক থেকে।
advertisement
8
বরফি-তে বাঙালি তরুণীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমন ছুঁয়ে যায়। রণবীর কপূর, প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি তিনিও নজর কেড়ে নেন। এর পর বলিউডে পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’-সহ বেশ কিছু ছবিতে কাজ করেন তিনি। আপাতত ছেলেকে নিয়েই তাঁর জীবন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'Cruz: বিয়ের আগেই মা, সন্তানের পিতৃপরিচয় নিয়ে পড়েছিলেন বিপাকে... অবশেষে একরত্তির ছবি সামনে আনলেন ইলিয়ানা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement