Ileana D Cruz Banned: টলিউড-মলিউড-কলিউড-স্যান্ডেলউডে নিষিদ্ধ ইলিয়ানা ডি ক্রুজ! চাঞ্চল্যকর কারণে অভিনয় করা বন্ধ

Last Updated:

Ileana D Cruz Banned: চাঞ্চল্যকর কারণে সেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ইলিয়ানাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে খবর।

মুম্বই: সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নিজের অভিনয়গুণে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই নিজের অভিনয় জীবন শুরু করেছেন নায়িকা। তার পর হিন্দি একাধিক ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কিন্তু চাঞ্চল্যকর কারণে সেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ইলিয়ানাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে খবর। অন্তত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনই খবর ছড়িয়ে পড়েছে।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অনেকটা অংশই পড়ে। টালিগঞ্জের টলিউডের মতো একই নাম তেলগু ফিল্ম ইন্ডাস্ট্রির। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডাকা হয় কলিউড নামে। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলে মলিউড এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলে স্যান্ডালউড। যদি সূত্রের খবর সত্যি হয়, তবে এই সমস্ত ইন্ডাস্ট্রিতেই নিষিদ্ধ করা হয়েছে ইলিয়ানাকে।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, পারিশ্রমিক নেওয়ার পরও এক তামিল ছবির শ্যুটিংয়ে হাজির হননি ইলিয়ানা। বার বার যোগাযোগ করা হলেও ইলিয়ানা পাত্তা দেননি পুরো বিষয়টায়। ইলিয়ানার এমন অপেশাদারের মতো কাজকে নিন্দা করে তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হয়েছে অভিনেত্রীকে। এ খবর গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়লেও, ইলিয়ানার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন: চিরকালের জন্য শেষ হয়ে গেল 'ক্যালেন্ডারের' পাতা, 'খানা লাও' বললেই আর খাবার মিলবে না!
কয়েক মাস আগেই শোনা যায় অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন। শরীরে জলের পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি। বলিউডে বরফি ছবিতে প্রথম দেখা গিয়েছিল ইলিয়ানাকে। ইলিয়ানা ডি ক্রুজকে শেষ দেখা গিয়েছিল, 'দ্য বিগ বুল' ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। সিনেমার পাশাপাশি আগামীতে তাঁকে ওয়েব সিরিজেও দেখা যাবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D Cruz Banned: টলিউড-মলিউড-কলিউড-স্যান্ডেলউডে নিষিদ্ধ ইলিয়ানা ডি ক্রুজ! চাঞ্চল্যকর কারণে অভিনয় করা বন্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement