I Want To Talk Review: 'আই ওয়ান্ট টু টক'- ছবিতে মুগ্ধ করবে অভিষেক বচ্চনের অভিনয়! সেরা কাজ! কতটা সফল হলেন সুজিত সরকার

Last Updated:

I Want To Talk Review: অভিষেক বচ্চনের অভিনয় দেখলে চমকে যাবেন! চোখে জল আনবে! তাঁর জীবনের একটি সেরা কাজ হয়ে থাকবে এই ছবি! কিন্তু সুজিত সরকার কি পারলেন নতুন বার্তা দিতে? জানুন

News18
News18
মুম্বই: ‘ভিকি ডোনার’ থেকে শুরু করে ‘পিকু’ হোক বা ‘অক্টোবর’ সুজিত সরকারের পরিচালিত ছবি মানেই একটা নতুন বার্তা থাকে! তাঁর নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’! এই ছবিতে মুখ্য চরিত্র অর্জুনের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন! এই ছবিটি দেখতে গিয়ে আপনাদের একবার হলেও মনে পড়বে অমিতাভ বচ্চন অভিনীত ‘পিকু’ ছবিটির কথাও! ‘পিকু’-তে দেখানো হয়েছিল বাবা ও মেয়ের সম্পর্কের ডোর কীভাবে ধরা হয়েছে! তার মাঝে এসেছে কোষ্ঠকাঠিন্যর মতো একটি রোগ! ‘আই ওয়ান্ট টু টক’-এও দেখা যাবে বাবা ও মেয়ের সম্পর্কের এক অদ্ভুত বুনন! এখানে অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, অহল্যা বামরো! জনি লিভারকেও একটি মজার চরিত্রে দেখা যাবে এই ছবিতে!
জানা যায়, এই ছবিটি বাস্তব ঘটনার উপর তৈরি হয়েছে! সুজিতের এক কাছের বন্ধু অর্জুনের জীবন সত্যিই এমন ছিল! ছবিতেও দেখা যায় অর্জুনের ও স্ত্রীয়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়! তবে শুধু মাত্র মেয়েকে বড় করার জন্য সামান্যতম যোগাযোগ ছিল! অর্জুন মারণ রোগ ক্যানসারে আক্রান্ত! তাঁর শরীরে ২০টি অপারেশন হয়! এবং এই শরীর খারাপের জন্য সে একে একে সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে থাকে! ক্যানসার তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে! এমনকি গলাতেও ছড়িয়ে যায়! এক সময় অর্জুন কথা বলার মতো অবস্থাতেও থাকে না! এই অসুখের সঙ্গে লড়াই সেই সঙ্গে বাবা মেয়ের মধ্যে বাড়তে থাকে দূরত্ব!
advertisement
advertisement
ছোট থেকেই মেয়েটি দেখছে তার বাবা অসুস্থ! যা নিয়ে অনেক সময় হাসির পাত্র হতে হয়েছে! কিন্তু অর্জুন যখন জানতে পারে তাঁর দিন আর বেশি নেই! তখন সে প্রতিটি দিন নতুন করে বাঁচতে শুরু করে! বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নতুন মোড় নেয়! তবে ছবির গল্প বলে দিলে আর দেখার মজা কই! ছবিতে থাকবে নতুন ট্যুইস্টও! অসুখ, মৃত্যু, সম্পর্ক সেই সঙ্গে মজা-কে এক সুতোয় গাঁথতে চেয়েছেন সুজিত সরকার! ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা করে নজর কাড়বে! তবে এই ছবি দেখার পর মনে হবে অভিষেক বচ্চন ঠিক কত বড় মাপের অভিনেতা! অভিনয় দিয়ে মুগ্ধ করে রাখবেন অভিষেক! ছবিটি সুজিত সরকারের সেরা ছবি হয়ত নয়, কিন্তু অভিষেক বচ্চন তাঁর সেরাটা দিয়েছেন! চোখে জল আনবে তাঁর অভিনয়!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
I Want To Talk Review: 'আই ওয়ান্ট টু টক'- ছবিতে মুগ্ধ করবে অভিষেক বচ্চনের অভিনয়! সেরা কাজ! কতটা সফল হলেন সুজিত সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement