advertisement

Honeymoon: সুখী সম্পর্ক ভেঙে তছনছের মুখে ! কী বলছেন শন বন্দ্যোপাধ্যায়?

Last Updated:

Web Series Honeymoon: সুখী দাম্পত্যের মধ্যে প্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির! কিন্তু কে এই তৃতীয় ব্যক্তি? আর তাঁর উদ্দেশ্যই বা কী? এই সব কিছুর উত্তর পেতে গেলে চোখ রাখতে হবে KLIKK-এ! কারণ আসছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর প্রযোজনায় ‘হানিমুন’!

সুখী সম্পর্ক ভেঙে তছনছের মুখে, কী বলছেন শন বন্দ্যোপাধ্যায়?
সুখী সম্পর্ক ভেঙে তছনছের মুখে, কী বলছেন শন বন্দ্যোপাধ্যায়?
কলকাতা: বিয়ের ৬ মাস পরে মধুচন্দ্রিমায় গিয়েছিল তাঁরা। কিন্তু সেখানে গিয়েই সবটা ওলট-পালট হয়ে যায়। সুখী দাম্পত্যের মধ্যে প্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির! কিন্তু কে এই তৃতীয় ব্যক্তি? আর তাঁর উদ্দেশ্যই বা কী? এই সব কিছুর উত্তর পেতে গেলে চোখ রাখতে হবে KLIKK-এ! কারণ আসছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর প্রযোজনায় ‘হানিমুন’!
রুদ্ধশ্বাস এই ওয়েব সিরিজে দেখা যাবে ‘মন ফাগুন’-খ্যাত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য সেন এবং সুব্রত দত্ত। এছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে অদৃজা ঘোষ (শিশুশিল্পী), অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী, তরুণ চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের। থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায়। চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন সৌমিত দেব। এর সঙ্গে সিনেম্যাটোগ্রাফি- মধূসুদন শি ও আকাশ শেঠির, সম্পাদনা কৌস্তভ সরকার এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল-শমীক।
advertisement
advertisement
রঞ্জিনি আর ঈশান চট্টোপাধ্যায়ের নববিবাহিত জীবন ঘিরেই গল্প বোনা হয়েছে। সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁদের প্রেমটা দুর্দান্ত। সফল উচ্চপদে কর্মরত ঈশান নিজের কেরিয়ারকে প্রাধান্য দিলেও বউকে সময় দিতে ভোলে না। আপাতদৃষ্টিতে সুখী দাম্পত্যজীবন তাদের। আদৌ কি তা-ই! কারণ সুখী দাম্পত্যের আড়ালেই রয়েছে না-বলা কথা, কষ্ট ও চাপা সত্য। যেমন - রঞ্জিনির মনে হয় হুডি পরা কেউ তাঁকে অনুসরণ করছে! অথচ এই কথা ঈশানকে জানাতে পারে না সে। কারণ স্ত্রী-র অতীত নিয়ে ভাবতে নারাজ ঈশান। এভাবেই বিয়ের ৬ মাস পর হনিমুনে যায় তাঁরা। সেখানে গিয়েই নানা সত্যের মুখোমুখি হয় তারা। যা সুখী দাম্পত্যের আবরণটা যেন টেনে ছিঁড়ে ফেলে। আর এই সব কিছুর নেপথ্যে রয়েছে শেখর! কিন্তু কেন এমন করছে এই তৃতীয় ব্যক্তি? তার সঙ্গে কি রঞ্জিনির অতীত জড়িয়ে? সব উত্তর পাওয়া যাবে শেষে গিয়ে।
advertisement
বোঝাই যাচ্ছে যে, রুদ্ধশ্বাস থ্রিলারের মোড়কেই এই গল্প বোনা হয়েছে। আর উপরি পাওনা ভিমলি, আরাকু ভ্যালি, বিশাখাপত্তনমের মতো জায়গার অপূর্ব দৃশ্য। পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় জানান, “KLIKK সব সময় নতুন ধারার কাজ করার ক্ষেত্রে প্রচুর উৎসাহ জোগায়। ঐশ্বর্যের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এক অসহায় অবস্থার মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যাওয়া চরিত্রটি ঐশ্বর্য দারুণ ফুটিয়ে তুলেছে। আবার সুব্রতর সঙ্গে এটা আমার তৃতীয় এবং শনের সঙ্গে এটা আমার প্রথম কাজ।”
advertisement
Films and Frames প্রযোজিত KLIKK Originals-এর আগামী ওয়েব সিরিজ Films and Frames প্রযোজিত KLIKK Originals-এর আগামী ওয়েব সিরিজ
অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “এই সুযোগটা দেওয়ার জন্যে KLIKK এবং পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তাই স্বাভাবিক ভাবেই উত্তেজনাটা অনেক বেশি আর ততটাই ভয়েও আছি।”
advertisement
অভিনেত্রী ঐশ্বর্য সেন বলেন, “সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। সৌমিকদা আমার প্রিয়তম পরিচালকদের মধ্যে অন্যতম। যিনি এবারও সব সময় আমার পাশেই থেকেছেন।” অভিনেতা সুব্রত দত্তর কথায়, “আমার এক বার বিয়ে হলেও একাধিক বার প্রেমে পড়েছি। আর শেষ বার প্রেমে পড়লাম হানিমুন করতে গিয়ে। তা-ও আরাকু, ভাইজ্যাগ, বোরা কেভসের প্রেমে!”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Honeymoon: সুখী সম্পর্ক ভেঙে তছনছের মুখে ! কী বলছেন শন বন্দ্যোপাধ্যায়?
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement