রেড হট পোশাকে প্রিয়াঙ্কা, 'স্পেসম্যান' মিউজিক অ্যালবাম-এর জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নিককে

Last Updated:

নতুন অ্যালবাম রিলিজের পর লাইভে এসেছিলেন নিক। সেখানে হঠাৎই প্রিয়াঙ্কা চোপড়া এসে চুম্বন করেন তাঁকে। নেট মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও।

#মুম্বাই : নতুন মিউজিক অ্যালবাম ঘিরে আবেগে ভাসছেন পিগি চপস। একের পর এক ইন্সটা পোস্টে মালুম হচ্ছে সেই আবেগ আর উষ্ণতার পারদ ক্রমশ বাড়ছে। প্রথমে নতুন মিউজিক অ্যালবাম নিয়ে খুশির কথা শেয়ার করেন প্রিয়াঙ্কা। অ্যালবাম জুড়ে নাকি রয়েছে প্রিয়ঙ্কা-নিকের প্রেমের কথা। সেই ভিডিওরই বেশ কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। এরপরে আরও একটি পোস্টে তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিযেছেন হলিউডের এই দেশি গার্ল।
advertisement
advertisement
'স্পেসম্যান' এর অনুষ্ঠানে এসে মজার ছবি শেয়ার করেন নিকও। সেখানে স্পেসম্যানের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাঁকে। নতুন অ্যালবামের রিলিজের পর লাইভে এসেছিলেন নিক। সেখানে হঠাৎই ক্যামেরায় প্রিয়াঙ্কা চোপড়া এসে চুম্বন করেন তাঁকে। নেট মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও।
নিক বলেন, শুধু অ্যালবাম নয়, তাঁর সমস্ত কাজেরই অনুপ্রেরণা প্রিয়াঙ্কা। স্পেসম্যানের সঙ্গে মজার ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কাও। সম্প্রতি ম্যাট্রিক্সের শুটিংয়ের জন্য জার্মানি গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখনই একাকীত্ব গ্রাস করে নিককে, এবং সেই সময়েই তৈরি হয় 'স্পেসম্যান'। এক একাকিত্বে ডুবে থাকা স্পেসম্যানের তাঁর প্রেয়সীর কথা ভেবে আবেগের প্রকাশ ঘটেছে এই ভিডিওর পরতে পরতে। নিকের মিউজিক ভিডিওতেই এক আকর্ষণীয় লাল পোশাকে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অনুরাগীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রেড হট পোশাকে প্রিয়াঙ্কা, 'স্পেসম্যান' মিউজিক অ্যালবাম-এর জন্য সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নিককে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement