হস্তমৈথুনে লিপ্ত ৯-এর নাবালিকা! যে দৃশ্যে Netflix-কে তুলোধনা মা-বাবাদের

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

যাবতীয় বিতর্কের শুরু আর্জেন্টিনার একটি সিনেমা ঘিরে৷ ওই ওয়েব সিরিজটি দেখা যায় নেটফ্লিক্সে৷ ছবিটিতে একটি দৃশ্যে দেখা দেখা যায়, ৯ বছরের একটি মেয়ে হস্তমৈথুন করছে৷

  • Last Updated :
  • Share this:

    #লস অ্যাঞ্জেলস: সিনেমাটিতে দেখা গিয়েছে, ৯ বছরের একটি মেয়ে হস্তমৈথুন করছে৷ এহেন ঘটনায় চাইল্ড পর্নোগ্রাফির দায়ে কাঠগড়ায় নেটফ্লিক্স৷ তীব্র প্রতিবাদ জানিয়েছেন মা-বাবারা৷ মার্কিন মুলুকে মা-বাবারা একটি চিঠি দিয়েছেন নেটফ্লিক্স-কে৷ তাতে লেখা রয়েছে, 'আপনারা কি ৯ বছরের একটি মেয়ের হস্তমৈথুনের ছবি দেখিয়েছেন? হ্যাঁ অথবা না-এ উত্তর দিন৷ কোনও রকম আলোচনা বা অজুহাত দেবেন না৷'

    যাবতীয় বিতর্কের শুরু আর্জেন্টিনার একটি সিনেমা ঘিরে৷ 'Desire' নামে ওই ওয়েব সিরিজটি দেখা যায় নেটফ্লিক্সে৷ ছবিটিতে একটি দৃশ্যে দেখা দেখা যায়, ৯ বছরের একটি মেয়ে হস্তমৈথুন করছে৷ এরপরই তীব্র প্রতিবাদের ঝড় ওঠে গোটা বিশ্বে৷ মা-বাবারা রীতিমতো চিঠি দিয়েছেন Netflix-এর সিইও রিড হেস্টিংসকে৷ চিঠিতে এই দৃশ্য দেখানোর জন্য জবাবদিহি চাওয়া হয়েছে৷ একই সঙ্গে লেখা রয়েছে, 'হলিউডে যখন #MeToo নিয়ে তোলপাড়৷ পর্দাফাঁস করা হচ্ছে একের পর এক যৌন হেনস্থার৷ তখন নেটফ্লিক্স কী ভাবে এই ধরনের কনটেন্ট ডিস্ট্রিবিউট করে?'

    ছবিটির পরিচালক দিয়েগো কাপ্ল্যানের অবশ্য পাল্টা প্রতিবাদ, 'কোনও ছবিতে যখন আমরা দেখি, একটি মেয়েকে হাঙড়ে খাচ্ছে, কেউ ভাবেন না, ওই মহিলাটি সত্যিই মরছেন না৷ হাঙড়টিও বাস্তবের নয়৷ আমরা একটি কল্পজগতে কাজ করি৷ আর আমি প্রথমে একজন বাবা৷ তারপর পরিচালক৷'

    যদিও তীব্র বিতর্কের মধ্যে নেটফ্লিক্স এখনও মুখ খোলেনি৷ অবিলম্বে ওই ছবিটিকে তুলে নেওয়ার জন্য নেটফ্লিক্স-কে দাবি জানিয়েছেন মা-বাবারা৷

    First published:

    Tags: Argentinian Film, Me Too, Netflix, Sexual harrasement