corona virus btn
corona virus btn
Loading

#Viral: উইকএন্ড জমিয়ে দিতে দুই সুন্দরীর দামাল ভিডিও, উর্বশী বনাম স্বপ্না, কে কাকে দিলেন টেক্কা

#Viral: উইকএন্ড জমিয়ে দিতে দুই সুন্দরীর দামাল ভিডিও, উর্বশী বনাম স্বপ্না, কে কাকে দিলেন টেক্কা
Photo- File

Tiktok ভিডিও আর ভাইরাল ভিডিও - ফ্যানদের জন্য দেদার এন্টারটেইনমেন্ট

  • Share this:

#মুম্বই : বাংলায় শীত আসব আসব করছে ... সামনেই ডিসেম্বর আর এই মাস এসে যাওয়া মানেই বাঙালি পার্টি মোডে ৷ তবে এখন থেকেই উইকএন্ড তাতছে আম বাঙালির ৷ আগে ছুটির দিন মানে নিছক আড্ডা-বিশ্রাম -খাওয়াদাওয় ছেড়ে বাঙালি এখন ‘বড়’ হয়েছে৷ এখন তারা সারা সপ্তাহে হাড় ভাঙা খাটুনির পর জোরকদমে পার্টিতে বুঁদ হতে জানে ৷

আগে প্রিয় নায়িকরা নাচের ঝলক দেখার জন্য টেলিভিশনে কখন গান আসবে অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকা বাঙালির এখন হাতে হাতে মোবাইল ফোন ৷ ইন্টারনেটের অবাধ ব্যবহারের যুগে এক ক্লিকে পৌঁছে যাওয়া যায় নিজের কাঙ্খিত স্টারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৷ ভক্তদের বদলে যাওয়া রুচির সঙ্গে নিজেরা লড়াইতে টিকে থাকতে হট অভিনেতা অভিনেত্রীরা নিয়মিত নিজেদের আপডেটেড ভিডিও পোস্ট করেন সোশ্যাল অ্যাকাউন্টে ৷

বলি স্টার হোক বা ভোজপুরী সকলেই নিজেদের ভক্তকূলকে খুশি রাখতে দেদার হট ভিডিও নিজেরাই আপলোড করেন ৷ এরকমই সপ্তাহান্তকে উত্তেজক রাখার জন্য দুই দিকের দুই সুন্দরী  বাজারে ছেড়েছেন জমজমাট ভিডিও৷ উর্বশী রাউতেলা Tiktok এ ভিডিও দিয়েছেন আর স্বপ্না চৌধুরী ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামে ৷ দেখে নিন দুই সুন্দরীর ধামাল পারফরম্যান্স ৷

সব মিলিয়ে হট উইকএন্ডে ফ্যানরা চোখ সেঁকে নিন ৷ আরও দেখুন
First published: November 16, 2019, 11:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर