Sara Ali Khan: হাতে কাজ নেই সারার, বাড়িতে বসে যা করছেন...

Last Updated:

নিজের বলিউড কেরিয়ার সারা শুরু করেন 'কেদারনাথ' ছবি দিয়ে।

#মুম্বই: বলিউড অভিনেত্রী সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের ছবি বা ভিডিও পোস্ট করে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন৷ তাঁর পোস্টগুলি দেখে ভক্তরাও খুব উচ্ছ্বসিত হন৷ দারুণ সাড়াও পান সারা আলি খান৷ সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা৷ মূলত ছবির সঙ্গে যে বার্তা দিয়েছেন সারা, তাতেই সকলে অবাক হয়েছেন৷ সারার হাতে নাকি কাজ নেই, এমনই বলেছেন তিনি!
একটি নাইট স্যুটে সোফায় শুয়ে রয়েছেন সারা৷ হাতে রয়েছে বই৷ যা তিনি মন দিয়ে পড়ছেন৷ এই ছবি পোস্ট করে সইফ কন্যা জানিয়েছেন যে, তাঁর কোনও কাজ নেই, তাই তিনি পড়তে বসেছেন জন্য। সারা লিখেছেন - 'আজ কোনও কাজ ছিল না, তাই আমি পড়ে কাটাব।' এই ছবিটি সকলে খুব পছন্দ করেছেন ঠিকই কিন্তু ব্যস্ত নায়িকা সারার কাজ নেই শুনে ভক্তরা বেশ অবাক হয়েছেন৷ কেন এমন বলছেন সারা? সেই প্রশ্নই উঠছে৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে স্টারকিডদের বাড়বাড়ন্ত ও স্বজনপোষনের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে৷ তাই সেই অভিযোগে কী এখন স্টার কিডদের নিয়ে কাজ করতে চাইছেন না পরিচালকরা? সারার পোস্ট যেন সেই প্রশ্ন উস্কে দিল৷ কারণ বলিউডে পা রেখেই জনপ্রিয় সইফ-অমৃতা কন্যা৷ তাহলে তাঁর হাতে কাজ নেই কেন? তবে সারার বক্তব্য ছিল একেবারে অন্য৷ একটি বিশেষ দিনে তিনি ব্যস্ত ছিলেন না৷ সেই দিন ছিল না তাঁর শ্যুটিং৷ তাই নিরঞ্ঝাটে তিনি মন দিয়ে বই পড়তে পারবেন৷ এমনটাই বলেছেন সারা!
advertisement
advertisement
advertisement
নিজের বলিউড কেরিয়ার সারা শুরু করেন 'কেদারনাথ' ছবি দিয়ে। এই ছবির জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি ছবি করেছেন তিনি৷ বেড়েছে তাঁর ভক্ত সংখ্যা৷ ইনস্টাগ্রামে তাঁর ৩১ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan: হাতে কাজ নেই সারার, বাড়িতে বসে যা করছেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement