Taimur Brother: তৈমুরের ভাইকে দেখতে কি তার মতোই? নেট দুনিয়ায় ভাইরাল করিনার ছোট ছেলের ছবি

Last Updated:

করিনার (Kareena Kapoor son)ছোট ছেলের ছবি পোস্ট করেই মুছে ফেললেন দাদু রণধীর! এক মিনিটেই ছবি ভাইরাল(viral), দেখুন

#মুম্বই: ছোট ছেলে জন্মের পর থেকে খুবই সাবধানী ছিলেন করিনা ও সইফ (Kareena Kapoor Khan-Saif Ali Khan)৷ সদ্যোজাতকে নিয়ে কোনও রকম প্রচার চাননি তারকা দম্পতি৷ বড় ছেলে তৈমুর (Taimur) ছোট থেকেই জনপ্রিয়৷ তার একঝলক পেতে মরিয়া থাকেন পাপারাৎজিরা৷ জন্মের পর তৈমুরকে জনসমক্ষে এনেছিলেন করিনা-সইফ৷ ছেলের নাম যে তৈমুর রেখেছেন, সেটাও জানান৷ কিন্তু সেই নামকরণ নিয়ে খুবই সমস্যা হয়৷ কেন এই নাম রাখা হল, তা নিয়ে চলে প্রতিবাদ৷ তাই দ্বিতীয় সন্তানের (Kareena Second Son) ক্ষেত্রে প্রথম থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা৷ কোনও ছবি না, কী নাম তাও জানাননি পরিবারের কেউ৷ কিন্তু ভুলটা করে ফেলেন দাদু রণধীর কাপুর (Grand Father Randhir Kapoor)৷ তিনি ছোট নাতির ছবি পোস্ট করলেন তিনি৷ তিনি আবার তৈমুরের ছোটবেলার ছবি ও তৈমুরের ভাইয়ের ছবি একসঙ্গে পোস্ট করে বসলেন৷ দুই নাতিতে দুই ফ্রেমে বসিয়ে দাদু ছবি পোস্ট করলেন ঠিকই কিন্তু তিনি বুঝতে পারলেন যে, কী ভুল করেছেন৷ সঙ্গে সঙ্গেই সেই ছবি সহ পোস্ট তিনি ডিলিট করলেন৷ তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ হুহু করে ছড়িয়ে গিয়েছে ছোটতম নবাবের ছবি৷ একেবারে জ্বলজ্বল চোখে সে তাকিয়ে রয়েছে সকলের দিকে! করিনা-সইফের ছেলে যেন ছোট থেকেই চনমনে৷ মুখে দুষ্টু হাসিতে জগত জয় করতে এসেছে সে! এমন মিষ্টি ছেলের ছবি ভাইরাল না হয়ে পারে! তাই নাম এখনও পর্যন্ত জানা না গেলেও ছবি সামনে এল তৈমুরের ভাইয়ের৷
(Kareena Kapoor Khan's son , Taimur's brother) (Kareena Kapoor Khan's son , Taimur's brother)
এর আগে করিনা ছেলে কোলে ছবি পোস্ট করেছিলেন৷ কিন্তু ছেলের মুখ দেখাননি তিনি৷ পিছন থেকে ছেলেকে সকলের সামনে এনেছিলেন করিনা৷ কিন্তু তার বেশি নয়৷ কারণ তাঁরা কেউই চাননি তাঁদের ছোট ছেলেকে নিয়েও উন্মাদনা হোক৷ সন্তানকে শান্তিতে মানুষ করতে চান করিনা-সইফ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত৷ এমনিতেই স্টার কিডদের (StarKid) নিয়ে মাতামাতির শেষ থাকে না৷ তাই বেশ সাবধান করিনা-সইফ৷ তবে করিনার বাবার ছোট্ট একটা ভুল সেই সবকিছুতে জল ঢেলে দিল৷
advertisement
advertisement
তাঁর পোস্টটি না থাকলেও, ছোটে নবাবদের ছবি রমরমিয়ে ঘুরছে নেটদুনিয়ায়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taimur Brother: তৈমুরের ভাইকে দেখতে কি তার মতোই? নেট দুনিয়ায় ভাইরাল করিনার ছোট ছেলের ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement