Taimur Brother: তৈমুরের ভাইকে দেখতে কি তার মতোই? নেট দুনিয়ায় ভাইরাল করিনার ছোট ছেলের ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
করিনার (Kareena Kapoor son)ছোট ছেলের ছবি পোস্ট করেই মুছে ফেললেন দাদু রণধীর! এক মিনিটেই ছবি ভাইরাল(viral), দেখুন
#মুম্বই: ছোট ছেলে জন্মের পর থেকে খুবই সাবধানী ছিলেন করিনা ও সইফ (Kareena Kapoor Khan-Saif Ali Khan)৷ সদ্যোজাতকে নিয়ে কোনও রকম প্রচার চাননি তারকা দম্পতি৷ বড় ছেলে তৈমুর (Taimur) ছোট থেকেই জনপ্রিয়৷ তার একঝলক পেতে মরিয়া থাকেন পাপারাৎজিরা৷ জন্মের পর তৈমুরকে জনসমক্ষে এনেছিলেন করিনা-সইফ৷ ছেলের নাম যে তৈমুর রেখেছেন, সেটাও জানান৷ কিন্তু সেই নামকরণ নিয়ে খুবই সমস্যা হয়৷ কেন এই নাম রাখা হল, তা নিয়ে চলে প্রতিবাদ৷ তাই দ্বিতীয় সন্তানের (Kareena Second Son) ক্ষেত্রে প্রথম থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন তাঁরা৷ কোনও ছবি না, কী নাম তাও জানাননি পরিবারের কেউ৷ কিন্তু ভুলটা করে ফেলেন দাদু রণধীর কাপুর (Grand Father Randhir Kapoor)৷ তিনি ছোট নাতির ছবি পোস্ট করলেন তিনি৷ তিনি আবার তৈমুরের ছোটবেলার ছবি ও তৈমুরের ভাইয়ের ছবি একসঙ্গে পোস্ট করে বসলেন৷ দুই নাতিতে দুই ফ্রেমে বসিয়ে দাদু ছবি পোস্ট করলেন ঠিকই কিন্তু তিনি বুঝতে পারলেন যে, কী ভুল করেছেন৷ সঙ্গে সঙ্গেই সেই ছবি সহ পোস্ট তিনি ডিলিট করলেন৷ তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ হুহু করে ছড়িয়ে গিয়েছে ছোটতম নবাবের ছবি৷ একেবারে জ্বলজ্বল চোখে সে তাকিয়ে রয়েছে সকলের দিকে! করিনা-সইফের ছেলে যেন ছোট থেকেই চনমনে৷ মুখে দুষ্টু হাসিতে জগত জয় করতে এসেছে সে! এমন মিষ্টি ছেলের ছবি ভাইরাল না হয়ে পারে! তাই নাম এখনও পর্যন্ত জানা না গেলেও ছবি সামনে এল তৈমুরের ভাইয়ের৷

এর আগে করিনা ছেলে কোলে ছবি পোস্ট করেছিলেন৷ কিন্তু ছেলের মুখ দেখাননি তিনি৷ পিছন থেকে ছেলেকে সকলের সামনে এনেছিলেন করিনা৷ কিন্তু তার বেশি নয়৷ কারণ তাঁরা কেউই চাননি তাঁদের ছোট ছেলেকে নিয়েও উন্মাদনা হোক৷ সন্তানকে শান্তিতে মানুষ করতে চান করিনা-সইফ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত৷ এমনিতেই স্টার কিডদের (StarKid) নিয়ে মাতামাতির শেষ থাকে না৷ তাই বেশ সাবধান করিনা-সইফ৷ তবে করিনার বাবার ছোট্ট একটা ভুল সেই সবকিছুতে জল ঢেলে দিল৷
advertisement
advertisement
তাঁর পোস্টটি না থাকলেও, ছোটে নবাবদের ছবি রমরমিয়ে ঘুরছে নেটদুনিয়ায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2021 12:09 PM IST