সুশান্তের মৃত্যর পর বলিউডের 'নোংরামো' নিয়ে কথা বলছিলেন, হঠাৎ সাসপেন্ড হল ট্যুইটার অ্যাকাউন্ট! দাবি পায়েলের

Last Updated:

পায়েল রোহাতগির ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে৷ সেই স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি৷ এবং সকলের কাছে আর্জি জানিয়েছেন অ্যাকউন্ট ফিরে পেতে সাহায্যের জন্য৷

#মুম্বই: বিতর্কিত মন্তব্য করে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে৷ তবে এবার তেমন কিছুই নাকি তিনি বলেননি৷ সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষণ নিয়ে ট্যুইটে লিখছিলেন৷ কিন্তু হঠাৎ করেই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিল ট্যুইটার কর্তৃপক্ষ৷ কেন এভাবে বন্ধ হল তাঁর অ্যাকাউন্ট, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন পায়েল৷ তিনি দাবি করেছেন যে কোনও বিতর্ক নয়, সঠিক কথাই তিনি তুলে ধরছিলেন ট্যুইটারে৷
View this post on Instagram

Just Now I am not able to tweet on my verified twitter handle It is SUSPENDED citing what reasons now #payalrohatgi

A post shared by Team Payal Rohatgi (@payalrohatgi) on

advertisement
advertisement
বুধবার সকাল থেকেই বন্ধ হয়েছে পায়েলের ট্যুইটার৷ তার স্ক্রিন শেয়ারও করেছেন নায়িকা৷ এরপর এই মর্মে একটি ভিডিও পোস্ট করেন তিনি৷ সেখানে তিনি সাধারণ মানুষ ও তাঁর ভক্তদের কাছে সাহায্যের আর্জি জানান৷ তিনি বলেন যে তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে তাঁকে সাহায্য করুন সকলে৷ কারণ এই সাসপেন্ড করার পিছনে কোনও কারণ জানানো হয়নি৷ সরকারি ভাবে তাঁর কাছে কোনও ই মেলও আসেনি৷
advertisement
পায়েলের কথায়, "আমি কিছু তথ্য তুলে ধরেছিলাম৷ কিন্তু সেগুলোকে নানাভাবে কাটাছেঁড়া করা হয়েছিল৷ যারা মোটের ওপর ট্যুইটারের দায়িত্ব নিয়ে ফেলেছেন, তাঁরা আমার লেখাগুলো বিকৃত করেছে৷ তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, আমার অ্যাকাউন্ট ফিরে পেতে সাহায্য করতে৷ না হলে আমি আমার মতামত সামনে আনতে পারব না৷"
View this post on Instagram

Why my Twitter Account is SUSPENDED ?????

A post shared by Team Payal Rohatgi (@payalrohatgi) on

advertisement
তবে এটা প্রথম নয়৷ এর আগেও একবার পায়েল রোহাতগির ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের মৃত্যর পর বলিউডের 'নোংরামো' নিয়ে কথা বলছিলেন, হঠাৎ সাসপেন্ড হল ট্যুইটার অ্যাকাউন্ট! দাবি পায়েলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement