অনেকদিন আগেই হয়েছে বিয়ে, নায়িকার কথায় তা গোপন রাখতে বাধ্য হয়েছিলেন, বিস্ফোরক দাবি যুবকের!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পবিত্রা তাঁর স্বামীর পাশাপাশি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং সে বিষয়টি তিনি পরে জানতে পারেন৷ সুমিত জানান যে তাঁরা আইনত এখনও স্বামী-স্ত্রী, বাগদান পর্বের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে পবিত্রা তা প্রকাশ্যে আনেননি৷
#মুম্বই: বিগ বস ১৪-র হেভিওয়েট প্রতিযোগী পবিত্রা পুনিয়া সঙ্গে তিনি বিবাহিত, এমনই দাবি করেছেন হোটেলিয়র সুমিত মাহেশ্বরী। রবিবার পবিত্রাকে রিয়েলিটি শো থেকে উচ্ছেদ করা হয়েছে। এর আগে পারস ছবরা এবং প্রতীক সেহজপালের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন পুনিয়া। সুমিত জানান যে, পবিত্রা তাঁদের বিয়ের প্রসঙ্গটি গোপন করতে চেয়েছেন সব সময়ে৷ পবিত্রাকে নিয়ে এর আগে পারস যা অভিযোগ করেছিলেন সে বিষয়টিও বক্তব্যে নিশ্চিত করেন সুমিত৷ পারস জানান যে, পবিত্রা তাঁর স্বামীর পাশাপাশি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং সে বিষয়টি তিনি পরে জানতে পারেন৷ সুমিত জানান যে তাঁরা আইনত এখনও স্বামী-স্ত্রী, বাগদান পর্বের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে পবিত্রা তা প্রকাশ্যে আনেননি৷
YouTube চ্যানেল ‘ফিফাফুজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুমিত জানান, বিবাহিত জীবন চলাকালীন চারবার সম্পর্কে জড়িয়েছেন পবিত্রা। এদের মধ্যে দু'জনের নাম পারস ও প্রতীক বলে জানতে পারেন তিনি । সুমিত আরও জানান, তিনি যখন এইসব সম্পর্কের বিষয়টি সম্পর্কে অবগত হন, তখন তিনি তাঁর স্ত্রীকে অন্য সম্পর্কে থাকার অনুমতি দেন৷ তবে পরিবারের মুখ চেয়ে তাঁদের বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি৷
advertisement
আবেগপ্রবণ হয়ে সুমিত জানান, পবিত্রার নামের একটি ট্যাটু এখনও তাঁর হাতে আছে, তাঁর দিক থেকে ভালবাসার কোনও রকম হেরফের ঘটেনি।

advertisement
তিনি আরও বলেন ,পারসের সঙ্গে পুনিয়া সম্পর্কের ব্যাপারে জানতে পেরে অত্যন্ত হতচকিত হন, বিশেষত যখন তিনি জানতে পারেন তাঁরা গোয়ার যে হোটেলে বিবাহবার্ষিকী উদযাপন করেন, সেই হোটেলেই পবিত্রা ও পারস গিয়েছেন৷ বহু দিন ধরে তিনি ও তাঁর পরিবার এই অপমানের মুখোমুখি হয়েছেন বলেও তিনি জানান৷
advertisement
ই টাইমসের একটি সাক্ষাত্কারে পারসও এই বিষয়টি সমর্থন করেন এবং পাশাপাশি আরও বলেন যে, পবিত্রার স্বামী তাঁকে মেসেজ করে বলেন যে তাঁরা চাইলে দু'জনে একে অপরের সঙ্গে থাকতে পারেন, তবে তা বিবাহবিচ্ছেদের পরে। পবিত্রার বিয়ের বিষয়ে অবগত ছিলেন না বলে জানিয়েছেন পারস৷ তবে এই সব অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি পবিত্রা! এর পাশাপাশি বিগ বসের অপর এক প্রতিযোগী আইজাজের সঙ্গে পবিত্রার ক্রমশ বেড়ে ওঠা ঘনিষ্ঠতা সম্পর্কে সুমিত জানান, এই ঘটনায় তিনি মর্মাহত, তবে এই সম্পর্কের সত্যতা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। যদিও পবিত্রা ও আইজাজের সম্পর্কের ব্যাপারে জানার পর থেকেই অনুষ্ঠানটি দেখা বন্ধ করে দেন তিনি, পবিত্রাকে সুযোগসন্ধানী বলেও দাবি করেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2020 3:34 PM IST