সইফ-করিনা নন, পিসি সাবা পোস্ট করলেন ছোট ছেলের ছবি!

Last Updated:

ছবি পোস্ট করে তিনি লিখলেন, ১ মাস, আই লাভ ইউ৷

#মুম্বই: এক মাস হল করিনার ছোট ছেলের৷ ২১ ফেব্রুয়ারি ছেলের জন্ম দেন সইফ ঘরনি৷ এরপর দেখতে দেখতে কেটে গেল এক মাস৷ এখনও ছেলের ছবি সামনে আনেননি করিনা বা সইফ৷ এমনকি তার নামও জানাননি কাউকে৷ তবে বড় ছেলের সময় সর্বসমক্ষে এনেছিলেন তৈমুরকে৷ এবং ছেলের নাম তৈমুর রেখে খুব সমস্যার মুখে পড়েছিলেন সইফ-করিনা৷ সম্ভবত সেই থেকে শিক্ষা নিয়েই ছোট ছেলের ছবি না নাম একমাস পরও প্রকাশ্যে আনলেন না বলিউডের পাওয়ার কাপল! তবে সেই কাজটি করলেন পিসি সাবা৷ খুব একটা জনসমক্ষে আসেন না সাবা, তবে পরিবারের সব অনুষ্ঠানের ছবি ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে৷ এবারও অন্যথা হল না৷ বাড়ির সব থেকে খুদে সদস্যের ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন৷ ছবি পোস্ট করে তিনি লিখলেন, ১ মাস, আই লাভ ইউ৷ যদিও ছেলের মুখ দেখা গেল না এই ছবিতে৷
ভাই সইফকে কোয়াডফাদার বলে সম্বোধন করেছেন সাবা৷ এর অর্থ চার সন্তানের পিতা৷ আগের পক্ষের দুই সন্তান, ইব্রাহিম-সারা এবং করিনার সঙ্গে দুই সন্তান রয়েছে সইফের৷ আগের দুই সন্তান তুলনামূলকভাবে অনেকটাই বড়৷ সারা পুরোদমে বলিউড স্টার হয়ে উঠেছেন৷ তবে তৈমুরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সইফকে৷ তৈমুরকে কখনও আঁকতে শেখানো বা মাটির কাজ শেখাতো দেখা গিয়েছে সইফকে৷ আপাতত একেবারে ছোট নবাবকে নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি৷
advertisement
অন্যদিকে করিনাও ব্যস্ত তাঁর ছোট ছেলেকে নিয়ে৷ টিম অর্থাৎ তৈমুর কিছুটা বড় হয়েছে৷ তাই তাকে রেখে নিশ্চিন্তে নিজের কাজ সারতে পারেন করিনা৷ কিন্তু ১ মাসের সন্তানকে এখন কোলে কোলেই রাখছেন তিনি৷ কিছুদিন আগেই একটি ছবি পোস্ট করে করিনা লেখেন যে, ওর থেকে চোখ ফেরাতেই পারছি না৷ সইফ-করিনার ছোট ছেলের মুখশ্রী কার মতো, কী তার নাম, এসব জানতে আগ্রহী ভক্তকূল৷ কবে ছেলের ছবি সামনে আনবেন তাঁরা, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সইফ-করিনা নন, পিসি সাবা পোস্ট করলেন ছোট ছেলের ছবি!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement