সইফ-করিনা নন, পিসি সাবা পোস্ট করলেন ছোট ছেলের ছবি!

Last Updated:

ছবি পোস্ট করে তিনি লিখলেন, ১ মাস, আই লাভ ইউ৷

#মুম্বই: এক মাস হল করিনার ছোট ছেলের৷ ২১ ফেব্রুয়ারি ছেলের জন্ম দেন সইফ ঘরনি৷ এরপর দেখতে দেখতে কেটে গেল এক মাস৷ এখনও ছেলের ছবি সামনে আনেননি করিনা বা সইফ৷ এমনকি তার নামও জানাননি কাউকে৷ তবে বড় ছেলের সময় সর্বসমক্ষে এনেছিলেন তৈমুরকে৷ এবং ছেলের নাম তৈমুর রেখে খুব সমস্যার মুখে পড়েছিলেন সইফ-করিনা৷ সম্ভবত সেই থেকে শিক্ষা নিয়েই ছোট ছেলের ছবি না নাম একমাস পরও প্রকাশ্যে আনলেন না বলিউডের পাওয়ার কাপল! তবে সেই কাজটি করলেন পিসি সাবা৷ খুব একটা জনসমক্ষে আসেন না সাবা, তবে পরিবারের সব অনুষ্ঠানের ছবি ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে৷ এবারও অন্যথা হল না৷ বাড়ির সব থেকে খুদে সদস্যের ছবি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিলেন৷ ছবি পোস্ট করে তিনি লিখলেন, ১ মাস, আই লাভ ইউ৷ যদিও ছেলের মুখ দেখা গেল না এই ছবিতে৷
ভাই সইফকে কোয়াডফাদার বলে সম্বোধন করেছেন সাবা৷ এর অর্থ চার সন্তানের পিতা৷ আগের পক্ষের দুই সন্তান, ইব্রাহিম-সারা এবং করিনার সঙ্গে দুই সন্তান রয়েছে সইফের৷ আগের দুই সন্তান তুলনামূলকভাবে অনেকটাই বড়৷ সারা পুরোদমে বলিউড স্টার হয়ে উঠেছেন৷ তবে তৈমুরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সইফকে৷ তৈমুরকে কখনও আঁকতে শেখানো বা মাটির কাজ শেখাতো দেখা গিয়েছে সইফকে৷ আপাতত একেবারে ছোট নবাবকে নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি৷
advertisement
অন্যদিকে করিনাও ব্যস্ত তাঁর ছোট ছেলেকে নিয়ে৷ টিম অর্থাৎ তৈমুর কিছুটা বড় হয়েছে৷ তাই তাকে রেখে নিশ্চিন্তে নিজের কাজ সারতে পারেন করিনা৷ কিন্তু ১ মাসের সন্তানকে এখন কোলে কোলেই রাখছেন তিনি৷ কিছুদিন আগেই একটি ছবি পোস্ট করে করিনা লেখেন যে, ওর থেকে চোখ ফেরাতেই পারছি না৷ সইফ-করিনার ছোট ছেলের মুখশ্রী কার মতো, কী তার নাম, এসব জানতে আগ্রহী ভক্তকূল৷ কবে ছেলের ছবি সামনে আনবেন তাঁরা, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সইফ-করিনা নন, পিসি সাবা পোস্ট করলেন ছোট ছেলের ছবি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement