অপূর্ব চুল ঢাকলো খোলা পিঠ, কিন্তু ঢাকল না অন্তর্বাসের স্ট্র্যাপ! চিনুন তো সুন্দরীকে

Last Updated:

সুন্দরীকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা৷ বলিউডের নতুন সুন্দরী সকলেই দারুণ৷

#মুম্বই: নারী হোন বা পুরুষ, সুন্দর চুলের প্রতি মানুষের আকর্ষণ অন্তহীণ৷ সুন্দর কেশরাশি যাঁদের আছে তাঁদের ইশ্বরের আশীর্বাদ ধন্য বলে মনে করে মানুষ৷ বলিউডের অভিনেত্রী সঞ্জিদা শেখ সপ্তাহের প্রথম দিনেই নিজের অপূর্ব খয়েরি রঙের চুল দিয়ে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাতে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ তাঁর সোনালি -খয়েরি রঙা চুলে সূর্যের আলো পড়ে একেবারে চকচক করছে৷
আলুলায়িত কেশভার উন্মুক্ত করে দিয়েছে নিজের পিঠের ওপর৷ অলিভ সবুজ রঙের অন্তর্বাস ও ডেনিমে রয়েছেন তিনি ছবিটার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুই তাঁর সোনালি খয়েরি রঙা চুল৷ এই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁকে লিখছেন "pretty" এবং "cutie" অর্থাৎ সুন্দর ও মিষ্টি৷
advertisement
advertisement
সঞ্জিদা সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ৷  সেখানে তাঁর ফলোয়ার প্রায় ৪১ লক্ষ৷ ভক্তকূলকে কখনই নিরাশ করেন না সুন্দরী৷ এর আগের তাঁর ছবিটা ছিল পার্পল রঙের৷ ঠোঁট ছিল লাল রঙে রাঙানো৷ শনিবারের সেই পোস্টে লাইক ছিল সাড়ে সাতানব্বই হাজার৷
advertisement
ফেব্রুয়ারিতে তিনি পঞ্জাবি গায়ক জাস মানাকের মিউজিক ভিডিওতে সাইঁয়া গানে দেখা গিয়েছিলে এই সুন্দরী৷ গানের তালে তাঁর শরীরি হিল্লোল নজর কেড়েছিল দর্শকদের৷
এছাড়াও বিজয় নাম্বিয়রের অ্যাকশন ড্রামা তাইশ -এ হর্ষবর্ধন রানের বিপরীতে কাজ করেছিলেন৷ জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর এই কাজ৷
advertisement
এদিকে সঞ্জিদা ও হর্ষবর্ধন আরও একটি জায়গায় একসঙ্গে কাজ করেছেন৷ হরর থ্রিলার কুন ফায়া কুন (Kun Faya Kun) অভিনয় করছেন তাঁরা৷ নিজের এই কাজের কথার ছবিও অভিনেত্রী শেয়ার করেছিলেন৷ রুদ্ধশ্বাস এই থ্রিলারের কাজ করতে দারুণ আনন্দ পেয়েছেন তিনি৷ কুষাণ নন্দীর এই ছবি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপূর্ব চুল ঢাকলো খোলা পিঠ, কিন্তু ঢাকল না অন্তর্বাসের স্ট্র্যাপ! চিনুন তো সুন্দরীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement