অপূর্ব চুল ঢাকলো খোলা পিঠ, কিন্তু ঢাকল না অন্তর্বাসের স্ট্র্যাপ! চিনুন তো সুন্দরীকে

Last Updated:

সুন্দরীকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা৷ বলিউডের নতুন সুন্দরী সকলেই দারুণ৷

#মুম্বই: নারী হোন বা পুরুষ, সুন্দর চুলের প্রতি মানুষের আকর্ষণ অন্তহীণ৷ সুন্দর কেশরাশি যাঁদের আছে তাঁদের ইশ্বরের আশীর্বাদ ধন্য বলে মনে করে মানুষ৷ বলিউডের অভিনেত্রী সঞ্জিদা শেখ সপ্তাহের প্রথম দিনেই নিজের অপূর্ব খয়েরি রঙের চুল দিয়ে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাতে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ তাঁর সোনালি -খয়েরি রঙা চুলে সূর্যের আলো পড়ে একেবারে চকচক করছে৷
আলুলায়িত কেশভার উন্মুক্ত করে দিয়েছে নিজের পিঠের ওপর৷ অলিভ সবুজ রঙের অন্তর্বাস ও ডেনিমে রয়েছেন তিনি ছবিটার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুই তাঁর সোনালি খয়েরি রঙা চুল৷ এই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় কেউ তাঁকে লিখছেন "pretty" এবং "cutie" অর্থাৎ সুন্দর ও মিষ্টি৷
advertisement
advertisement
সঞ্জিদা সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ৷  সেখানে তাঁর ফলোয়ার প্রায় ৪১ লক্ষ৷ ভক্তকূলকে কখনই নিরাশ করেন না সুন্দরী৷ এর আগের তাঁর ছবিটা ছিল পার্পল রঙের৷ ঠোঁট ছিল লাল রঙে রাঙানো৷ শনিবারের সেই পোস্টে লাইক ছিল সাড়ে সাতানব্বই হাজার৷
advertisement
ফেব্রুয়ারিতে তিনি পঞ্জাবি গায়ক জাস মানাকের মিউজিক ভিডিওতে সাইঁয়া গানে দেখা গিয়েছিলে এই সুন্দরী৷ গানের তালে তাঁর শরীরি হিল্লোল নজর কেড়েছিল দর্শকদের৷
এছাড়াও বিজয় নাম্বিয়রের অ্যাকশন ড্রামা তাইশ -এ হর্ষবর্ধন রানের বিপরীতে কাজ করেছিলেন৷ জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তাঁর এই কাজ৷
advertisement
এদিকে সঞ্জিদা ও হর্ষবর্ধন আরও একটি জায়গায় একসঙ্গে কাজ করেছেন৷ হরর থ্রিলার কুন ফায়া কুন (Kun Faya Kun) অভিনয় করছেন তাঁরা৷ নিজের এই কাজের কথার ছবিও অভিনেত্রী শেয়ার করেছিলেন৷ রুদ্ধশ্বাস এই থ্রিলারের কাজ করতে দারুণ আনন্দ পেয়েছেন তিনি৷ কুষাণ নন্দীর এই ছবি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপূর্ব চুল ঢাকলো খোলা পিঠ, কিন্তু ঢাকল না অন্তর্বাসের স্ট্র্যাপ! চিনুন তো সুন্দরীকে
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement