#মুম্বই: Hungama, Baghban, Golmaal, Dhoom, Garam Masala বলিউডের এই ছবিগুলির মধ্যে কী মিল জানেন? এই প্রতিটা ছবিতেই বাঙালি মেয়ে রিমি সেন অভিনয় করে নজর কেড়েছেন৷ বলিউডের এই অভিনেত্রী যিনি প্রডিউসার হন তাঁকে নিয়ে ইদানিং খুব বেশি কথা হয় না৷ তিনি নিজেও খুব একটা খবরে থাকার চেষ্টা করেন না৷ কিন্তু তাঁর অভিনয় করা সিনেমাগুলি বলি সিনেমা ফ্যানদের মনের খুব কাছের ৷ সাবলীল অভিনয় আর সৌন্দর্যের কম্বো ছিলেন এই বঙ্গললনা৷ ২০১৫ -তে বিগবসে অংশ নিয়েছিলেন রিমি সেন৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে -তে দেওয়া সাক্ষাৎকারে বিগবস নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন৷
রিমি সেন বিগ বসে অংশ নেওয়ার জন্য কি অনুশোচনা বোধ করেন এই প্রশ্নের উত্তরে রিমি সাফ করে দিয়েছেন তাঁর দৃষ্টিভঙ্গী৷ তিনি জানিয়েছেন বিগ বসে অংশ নিয়ে তিনি বুঝতে পেরেছেন আসল পৃথিবীটা ঠিক কেমন৷ এটা তাঁর দৃষ্টিভঙ্গীর বদল ঘটিয়েছে৷
তিনি জানিয়েছেন ৫০ দিনের জন্য বিগ বস তাঁকে ২.২৫ কোটি টাকা দিয়েছিল - তাঁর সাফ কথা কাঁহা সে মিলেগা তুমকো? টাকার দিক থেকে এটা একটা বড় অঙ্ক৷ টাকা রোজগার করা যেখানে মূল লক্ষ্য সেখানে এই ধরণের বিখ্যাত শো-তে অংশ নেওয়া কোনও ব্যাপারই নয়৷ ৫০ দিনে এতগুলো টাকা পাওয়া একটা বড় ব্যাপার৷
তিনি আরও একটি কারণ দেখিয়েছেন এই জনপ্রিয় শো তে অংশ নেওয়ার৷ তাঁর মতে Bigg Boss এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খারাপ পরিস্থিতিতে কী করে লড়াই করতে হয় তা একেবারে হাতেকলমে করে দেখা যায়৷ মানুষের আগ্রহেরও এই একটাই কারণ৷ এই শো-তে সরাসরি দেখতে পাওয়া যায় সেলিব্রিটিরাও চাপের পরিস্থিতিতে পড়লে কীভাবে দিশেহারা হয়ে যান৷
তিনি জানিয়েছেন ভিতর থেকে খারাপটা বার করে আনার জন্য কখনও খেতে দেওয়া হয় না, কখনও আবার সারাদিন টিম মেম্বাররা কাউকে দিয়ে কাজ করিয়েই চলছে৷ একে অপরকে কটূ কথা শোনাচ্ছে৷ এতেই আসল রূপ বেরিয়ে আসে৷ তবে রিমি এও বলেছেন হতে পারে তাঁরা নিজেদের স্বাভাবিক জীবনে হয়ত আদৌ এরকম নন৷ কিন্তু ওই বিশেষ পরিস্থিতিতে তাঁরা ওই রকম হয়ে যান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #Bigg Boss, Bollywood, Gossip