পরণে বিকিনি, মিউজিকের তালে নিতম্ব উঠছে নামছে, ৪৮-র মন্দিরার ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দুই সন্তানের ৪৮ বছরের মায়ের কোমর ২৬ ইঞ্চি ভাবছেন গসিপ (gossip), ভিডিও না দেখলে কিন্তু বড় মিস...
#মুম্বই : বিনোদন জগতের যথেষ্ট জনপ্রিয় নাম মন্দিরা বেদী (Mandira Bedi)৷ নিজের অ্যাক্টিংয়ের জন্য তিনি যেরকম পপুলার ঠিক তেমনিই নিজের ফিটনেস চর্চার জন্যেও শিরোনামে থাকেন তিনি৷ ৪৮ বছরেও তাঁর যা ফিটনেস লেভেল তাতে হাঁটুর বয়সীদের বলে বলে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তিনি৷ তাঁর শরীর টোনড ও ফিট৷ দুই বাচ্চার মা মন্দিরার শরীর যেন দুরন্ত চাবুক৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও ফের সামনে আসতেই বিপ্লব৷ লোকে তাঁর ভিডিও দেখে বলছেন হায় ভগবান,এও সম্ভব!
ভিডিওতে মন্দিরা নিজের টয়লেটে বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন৷ ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন The Bathtub, the Bikini and the Banging workout!-অর্থাৎ বাথটব, বিকিনি আর দারুণ ওয়ার্কআউট৷
ভিডিওতে মন্দিরা বাথটবের ঠিক সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন দেখা যাচ্ছে৷ ভিডিও শেয়ার করে তিনি একেবারে খুশিতে ভেসেছেন৷ দেখে নিন মন্দিরার বেদীর শরীরি কসরতের দুরন্ত ভিডিও৷
advertisement
advertisement
advertisement
মন্দিরা বেদী নিজের টোনড বডি একেবারে ধারাবাহিক যত্নে বজায় রেখেছেন৷ এই ভিডিও পোস্ট হওয়ার পরেই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক কমেন্ট এসেই চলেছে৷ তিনি নিজের এই যৌবন ধরে রাখার জন্য কঠিন ডায়েট করেন ঠিক তেমনিই খাদ্যাভ্যাসের কড়া রুটিন মেনে চলেন৷ ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে রকেটের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও৷
advertisement
অভিনেত্রী টিনএজ সন্তানের মা, কিন্তু তাঁর ফ্ল্যাট পেট , পারফেক্ট বক্ষদেশ,শেপড নিতম্ব যেন চোখ টেনে নেয় ফ্যানদের৷ এই দেখে কেউ তাঁর বয়সের কোনও আন্দাজ করতে পারে না৷
মন্দিরা সন্তান জন্মের পর দারুণ ডায়েট ও এক্সসারসাইজের সাহায্যে ২২ কিলো ওজন কম করেছিলেন৷ এটা থেকেই পরিষ্কার হয়ে যায় নিজেকে নিয়ে কতটা চিন্তাভাবনা করেন সুন্দরী অভিনেত্রী৷ ডেলিভারির পর ওজন কমিয়ে নিজের কোমর ২৬ ইঞ্চি করে ফেলেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2021 3:44 PM IST