পরণে বিকিনি, মিউজিকের তালে নিতম্ব উঠছে নামছে, ৪৮-র মন্দিরার ভিডিও ভাইরাল

Last Updated:

দুই সন্তানের ৪৮ বছরের মায়ের কোমর ২৬ ইঞ্চি ভাবছেন গসিপ (gossip), ভিডিও না দেখলে কিন্তু বড় মিস...

#মুম্বই : বিনোদন জগতের যথেষ্ট জনপ্রিয় নাম মন্দিরা বেদী (Mandira Bedi)৷ নিজের অ্যাক্টিংয়ের জন্য তিনি যেরকম পপুলার ঠিক তেমনিই নিজের ফিটনেস চর্চার জন্যেও শিরোনামে থাকেন তিনি৷ ৪৮ বছরেও  তাঁর যা ফিটনেস লেভেল তাতে হাঁটুর বয়সীদের বলে বলে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন তিনি৷ তাঁর শরীর টোনড ও ফিট৷ দুই বাচ্চার মা মন্দিরার শরীর যেন দুরন্ত চাবুক৷  সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও ফের সামনে আসতেই বিপ্লব৷ লোকে তাঁর ভিডিও দেখে বলছেন হায় ভগবান,এও সম্ভব!
ভিডিওতে মন্দিরা নিজের টয়লেটে বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন৷ ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন The Bathtub, the Bikini and the Banging workout!-অর্থাৎ বাথটব, বিকিনি আর দারুণ ওয়ার্কআউট৷
ভিডিওতে মন্দিরা বাথটবের ঠিক সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন দেখা যাচ্ছে৷ ভিডিও শেয়ার করে তিনি একেবারে খুশিতে ভেসেছেন৷ দেখে নিন মন্দিরার বেদীর শরীরি কসরতের দুরন্ত ভিডিও৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

advertisement
মন্দিরা বেদী নিজের টোনড বডি একেবারে ধারাবাহিক যত্নে বজায় রেখেছেন৷ এই ভিডিও পোস্ট হওয়ার পরেই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক কমেন্ট এসেই চলেছে৷ তিনি নিজের এই যৌবন ধরে রাখার জন্য কঠিন ডায়েট করেন ঠিক তেমনিই খাদ্যাভ্যাসের কড়া রুটিন মেনে চলেন৷ ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে রকেটের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও৷
advertisement
অভিনেত্রী টিনএজ সন্তানের মা, কিন্তু তাঁর ফ্ল্যাট পেট , পারফেক্ট বক্ষদেশ,শেপড নিতম্ব যেন চোখ টেনে নেয় ফ্যানদের৷ এই দেখে কেউ তাঁর বয়সের কোনও আন্দাজ করতে পারে না৷
মন্দিরা সন্তান জন্মের পর দারুণ ডায়েট ও এক্সসারসাইজের সাহায্যে ২২ কিলো ওজন কম  করেছিলেন৷ এটা থেকেই পরিষ্কার হয়ে যায় নিজেকে নিয়ে কতটা চিন্তাভাবনা করেন সুন্দরী অভিনেত্রী৷ ডেলিভারির পর ওজন কমিয়ে নিজের কোমর ২৬ ইঞ্চি করে ফেলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরণে বিকিনি, মিউজিকের তালে নিতম্ব উঠছে নামছে, ৪৮-র মন্দিরার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement