স্বপ্না ছুটিতে! সুনীতার ঠুমকায় মজে আট থেকে আশি, দেখে নিন সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

ট্র্যাডিশানাল পোশাকেও সাহসী শরীর প্রদর্শন সঙ্গে বলিউডি ধুন, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন সুনীতা বেবি!

#নয়াদিল্লি: হরিয়ানার  ধামাল ডান্সার স্বপ্না চৌধুরি৷ এই মুহূর্তে সন্তান জন্মানোর কারণে তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন৷ তবে মনোরঞ্জনের খাজনা কি আর স্বপ্না ছুটিতে বলে বন্ধ এরকম তো হতে পারে না৷ আর তাই এই মুহূর্তে দর্শকরা চোখের সুখ করে নিচ্ছেন সুনীতা বেবির নাচে৷  বিগ বস ১১-র (Bigg Boss 11) প্রতিযোগি স্বপ্না চৌধুরিকে কাঁটায় কাঁটায় প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছেন এই নয়া হরিয়ানভি সুন্দরী৷ ঠুমকার জ্বলওয়ায় দিশেহারা দর্শকরা৷
এর আগেও একাধিকবার শিরোনামে এসেছেন সুনীতা বেবি৷ এই মুহূর্তে যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতি তাই সামাজিক দূরত্বের কারণে কোনও জলসা জাতীয় জিনিস হচ্ছে না সেভাবে৷ তবে এই পারফরমারদের পারফরম্যান্স ধামাল মাচাচ্ছে সামাজিক মাধ্যমে৷ সুনীতা বেবির সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও টি সলমান খানের সুপারহিট গানে৷ হ্যালো ব্রাদার ছবির গান ‘হাটা সাওয়ান কি ঘটা’ -তে জমিয়ে পারফরম্যান্স করেছেন তিনি৷ আর ফ্যানরাও প্রচণ্ড ভালো পারফর্ম করছেন৷ দেখে নিন সেই ভাইরাল ডান্স ভিডিও (Viral Dance Video)৷
advertisement
advertisement
ভিডিও পোস্টে প্রায় ২ লক্ষ ভিউ হয়ে গেছে৷ কমলা সালোয়ার কামিজ , নাকে নথনি৷ পোশাকেও সাবলীল অনেকটা বেশি স্বপ্নার থেকে৷ কারণ নাচের মধ্যে ক্লিভ লাইনের স্বচ্ছন্দ প্রদর্শনেও পিছপা নন সুনীতা বেবি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বপ্না ছুটিতে! সুনীতার ঠুমকায় মজে আট থেকে আশি, দেখে নিন সুপার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement