চিনতে পারছেন? চুলের রং পাল্টে একেবারে বিদেশি স্টারদের মতো ধরা দিলেন এই বলিউড হিরো!

Last Updated:

আচমকা চুলের রঙ পাল্টে যাওয়ায় একটু হতচকিত হয়ে গিয়েছে ভক্তকূল

#মুম্বই: একসময় উনি ভারতের নামকরা মডেল ছিলেন। তাই নিজের লুক নিয়ে নানারকমের পরীক্ষা নিরীক্ষা করার স্বভাব এখনও মাঝেমধ্যেই তিনি নানা নতুন লুক, বিশেষ করে চুলের নানা স্টাইল নিয়ে ভক্তদের সামনে হাজির হন। কিন্তু সম্প্রতি তিনি একেবারেই অচেনা রূপে ধরা দিলেন। আর সেই লুক এতটাই ছক ভাঙা যে তাঁর ভক্তরা তাঁকে চিনতেই পারলেন না।
গতকাল এক স্যালোর সামনে অর্জুন রামপালকে (Arjun Rampal) দেখা গিয়েছে। তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল অর্জুনের প্ল্যাটিনাম ব্লন্ড চুল (Arjun Platinum Gold hair)। মডেল ও অভিনেতা হলেও অর্জুন এমনিতে ক্যাজুয়াল পোশাকে থাকতে পছন্দ করেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সাদা টি শার্ট, কালো শর্টস, গাঢ় সানগ্লাস পরেছিলেন তিনি।
এখন মুম্বইতে ভরা মনসুন। অর্জুন স্যালো থেকে বেরিয়ে আসতেই তাঁর মাথায় ছাতা ধরতে এগিয়ে আসেন একজন। কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছে। হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে একবার আলিঙ্গন করে গাড়িতে উঠে পড়েন অভিনেতা। তবে তাঁর চুলের প্রশংসা করেন চিত্রগ্রাহকরা।
advertisement
advertisement
advertisement
আচমকা চুলের রঙ পাল্টে যাওয়ায় একটু হতচকিত হয়ে গিয়েছেন অর্জুনের ভক্তকূল। একজন লিখেছেন যে আমি এখনও কালো রঙের চুলের অর্জুনকেই খুঁজে চলেছি। অনেকেই বলেছেন যে এই রকম চুলে তাঁকে বিদেশীদের মতো লাগছে। এক ঝটকায় তাঁকে হলিউড স্টার বলে মনে হচ্ছে এটাও বলেছেন কেউ কেউ।
তবে এই সমস্ত মন্তব্যে স্বয়ং অভিনেতা কিছুই বলেননি। কারণ তিনি নিজে কোনও ছবি তাঁর ব্যক্তিগত হ্যান্ডলে শেয়ার করেননি। অনুমান করা হচ্ছে আগামী কোনও ছবির জন্য নিজের লুক এভাবে পাল্টে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পর তিনি ইন্সটাগ্রামে একটি পোস্ট দেন। সেখানে তিনি ধন্যবাদ জানান সবাইকে যারা তাঁর জন্য প্রার্থনা করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে তাঁর বিশেষ একটা উপসর্গ দেখা যায়নি কারণ তিনি এই ভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন। তিনি ভক্তদের অনুরোধ করেন ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে কোভিড বিধি মেনে চলতেও বলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিনতে পারছেন? চুলের রং পাল্টে একেবারে বিদেশি স্টারদের মতো ধরা দিলেন এই বলিউড হিরো!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement