পেটে বোমা ফেটে কোলে এল ফুটফুটে ছেলে! ছাই মাখা মুখে সন্তানের মুখ দর্শন করালেন দম্পতি

Last Updated:

দারুণ মজাদার এক ভিডিওর মাধ্যমে সকলের কাছে নিজের সন্তানের পরিচয় করালেন অভিনেত্রী অনিতা হসনন্দানি৷ এই মাসের শুরুতে প্রথম সন্তানের জন্ম দেন তিনি৷ কিছুটা সময় নিলেন ছেলের মুখ দেখাতে৷ ছেলের নাম রেখেছেন আরভ৷

#মুম্বই: পুত্র সন্তানের জন্ম দিয়েছে এ মাসের শুরুতেই৷ সুখবর জানিয়েছিলেন স্বামী রোহন রেড্ডি৷ তারপর যদিও একতা কাপুরের ভিডিওতে দেখা গিয়েছেন অনিতা হসনন্দানিকে৷ একেবারে জয়ীর মতো তিনি দেখিয়েছিলেন ভিকট্রি সাইন৷ এবার সকলের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিলেন অনিতা ও রোহিত৷ খুবই মজাদার একটি ভিডিওর মাধ্যমে তাঁরা সামনে আনলেন পুত্র আরভকে৷ বুঝিয়ে দিলেন যে এমন ধমাকা করতেই তাঁদের জীবনে এসেছেন তাঁদের আদরের ছেলে৷
ভিডিওয়ে দেখা গিয়েছে গর্ভাবস্থার অনিতাকে৷ তাঁর পেটে আঁকা রয়েছে বোমা! এবং সুতলিতে আগুন ধরাচ্ছেন স্বামী রোহিত৷ বোমা ফাটবে, তাই কানে আঙুল দিয়ে রেখেছেন স্বামী-স্ত্রী৷ নিমেষে বোমা ফেটে তার থেকে বেরিয়ে এল পুত্র আরভ৷ তাকে কোলে নিয়ে অনিতা এবং পাশে বসে রয়েছেন রোহিত৷ বোমার আঘাতে তাদের চোখ মুখে লেগেছে কালি৷ বাদ যায়নি ছেলেও৷ তারও মুখে কালো ছোপ! এমনই মজাদার ভিডিও শেয়ার করেছেন এই দম্পতি৷ বোঝাতে চেয়েছেন যে আরভের আগমন এমনই ধমাকাদার! সাধারণত কোনও ছবিতে হিরোর প্রবেশ মুহূর্তে থাকে বেশ উন্মাদনা৷ কিছুটা সেই স্টাইল বোঝাতে চেয়ে এভাবে বোমা ফাটিয়েছেন অনিতা-রোহিত! তাঁদের শুভেচ্ছা জানান অঙ্কিতা লোখন্ডে, কর্ণবীর বোহরা, কৃষ্ণা মুখোপাধ্যায়, করিশ্মা তন্না, আরও অনেকে৷
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এটাই এই দম্পতির প্রথম মজাদার ভিডিও নয়৷ এর আগেও গুড নিউজ দিতে অর্থাৎ অনিতা সন্তানসম্ভবা বোঝাতে এমন একটি ভিডিও পোস্ট করেন তাঁরা৷ সেখানে দেখা গিয়েছিল যে, এক লাফেই অনিতা গর্ভবতী! সেই ভিডিওটিও বেশ জনপ্রিয় হয়৷ অনেকে অনেক মজাদার কমেন্টও করেন৷
৯ ফেব্রুয়ারি জন্ম নেয় আরভ৷ সেই খবর জানাতে রোহিত একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে৷ সেখানে লেখা ছিল, ইটস বেবি বয়৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পেটে বোমা ফেটে কোলে এল ফুটফুটে ছেলে! ছাই মাখা মুখে সন্তানের মুখ দর্শন করালেন দম্পতি
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement