হোম /খবর /বিনোদন /
বিবস্ত্র হয়ে লাইভে, ‘এটা পর্ন মনে হচ্ছে ?’, জানতে চাইলেন নগ্নিকা গহনা

Gehena Vasisth: সম্পূর্ণ বিবস্ত্র হয়ে লাইভে, ‘এটা কি পর্ন?’, নেটিজেনদের প্রশ্ন নগ্নিকার

গহনার আরও একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল

গহনার আরও একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল

রাজ কুন্দ্রা পর্ন মামলায় গত কয়েক দিন ধরেই শিরোনামে গহনা বশিষ্ঠ (Gehena Vasisth )৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : রাজ কুন্দ্রা পর্ন মামলায় গত কয়েক দিন ধরেই শিরোনামে গহনা বশিষ্ঠ (Gehena Vasisth )৷ বলিউডের এই মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জোরজবরদস্তি নীলছবিতে অভিনয় করিয়েছেন ৷ তার রেশ ধরেই এ বার গহনার আরও একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল ৷ ইনস্টাগ্রামে সম্প্রতি তিনি ন্যুড লাইভ সেশন করেছেন ৷ সেই পর্বই এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় ৷

দেখা যাচ্ছে নগ্নিকা গহনা উপুড় হয়ে শুয়ে আছে ৷ গুচ্ছ গুচ্ছ চুল নেমে এসেছে কানের দুপাশ থেকে কাঁধ ছাপিয়ে ৷ বোঝা যাচ্ছে তিনি বিবস্ত্র কিন্তু কোনও গোপনাঙ্গ দেখা যাচ্ছে না ৷ এই অবস্থায় নেটিজেনদের কাছে তাঁর প্রশ্ন, ‘আমায় কি অশ্লীল দেখাচ্ছে?’ তাঁর আরও জিজ্ঞাসা, তাঁকে কি কোনওভাবে সস্তা দেখাচ্ছে? কোনওভাবে তাঁর এই ভিডিয়ো কে কি পর্ন বলে মনে হচ্ছে? জানতে চেয়েছেন গহনা ৷ জোর দিয়ে বলেছেন, ভিডিয়ো করার সময় তাঁর পরনে কিছু ছিল না ৷ তার পরেও কি তাঁকে অশ্লীল বা পর্নোগ্রাফিক বলে মনে হয়েছে? জিজ্ঞাসা বিতর্কিত অভিনেত্রীর ৷

‘গন্দি বত’ ওয়েবসিরিজের অভিনেত্রীর কথায়, ওই ভিডিয়োতে তাঁর পরনে কিচ্ছু ছিল না, কিন্তু নেটিজেনরা ভিডিয়োটিকে ‘পর্ন’-এর তকমা দেননি ৷ কিন্তু যখন তিনি জামাকাপড় পরে শ্যুটিং করেছেন তখন তাকে ‘পর্ন’ বলে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁর কথায়, একে বলে সীমাহীন শঠতা৷

ফেব্রুয়ারি মাসে পর্নে অভিনয় করার মামলায় প্রায় ৪ মাসের জন্য জেল হেফাজতে ছিলেন গহনা। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তিনি। কুন্দ্রা মামলায় আবার তিনি জড়িয়ে পড়লেন জটিলতায় ৷ যদিও গহনার অভিযোগ, তিনি কুন্দ্রাকে সমর্থন করেছেন বলেই তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তাঁকে পর্ন মামলায় মিথ্যা করে জড়ানো হয়েছে বলে অভিযোগ গহনার ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Gehena Vasisth, Raj Kundra