Gangubai Kathiwadi : গাঙ্গুবাই এর ২০০ কোটি বক্স অফিসে পুড়ে ছাই হবে! আলিয়াকে কড়া আক্রমণ কঙ্গনার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Gangubai Kathiwadi : ছবির ট্রেলারেই নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এর মধ্যেই সেই চেনা ভঙ্গিতে আলিয়া ভাটকে আক্রমণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
#মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে এবছরের অন্যতম প্রতীক্ষীত ছবি গাঙ্গুবাই কঠিওয়াড়ি। সঞ্জয় লীলা বনসালির পরিচালিত ছবির ট্রেলারেই নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এর মধ্যেই সেই চেনা ভঙ্গিতে আলিয়া ভাটকে আক্রমণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার নাম না করেই তোAlia Bhattপ দেগেছেন বলিউডের ক্যুইন।
কঙ্গনার কথায় ছবিটি এতই নাকি খারাপ হবে যে ছবির বাজেট অর্থাৎ ২০০ কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাবে। কঙ্গনার মতে এই ছবির কাস্টিংই ছবি মুখ থুবড়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। আলিয়ার পাশাপাশি নাম না করে মহেশ ভাটকেও আক্রমণ করেছেন কঙ্গনা।
ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছেন, "এই শুক্রবার বক্স অফিসে ২০০ কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাবে। একজন পাপা (মুভি মাফিয়া ড্যাডি) কি পরীর জন্য যে ব্রিটিশ পাসপোর্ট রাখতে রাখতে পছন্দ করে। কারণ পাপা প্রমাণ করতে চায় যে রমকম বিম্বো (Romcom Bimbo) অভিনয় করতে পারে। ছবির কাস্টিং সবচেয়ে বড় ভুল হয়েছে। এরা শুধরোবে না। আর কোনও সন্দেহ নেই যে কেন হলিউড ও দক্ষিণে সমস্ত ফিল্ম স্ক্রিনগুলি চলে যাচ্ছে। মুভি মাফিয়ার হাতে যতদিন ক্ষমতা আছে ততদিন বলিউডকে কেউ ধ্বংস হওয়া থেকে আটকাতে পারবে না।"
advertisement
advertisement
কঙ্গনা আরও লিখেছেন, "বলিউড মাফিয়া ড্যাডি একা হাতে চলচ্চিত্র দুনিয়ার সংস্কৃতি নষ্ট করেছে। আবেগের দিক থেকে বহু পরিচালকদের আবেগের দিক থেকে ব্যবহার করেছে। মাঝারি মানের সিনেমা বানাতে বাধ্য করেছে। এই ছবিটি মুক্তির পাবে আরও একটি উদাহরণ পাওয়া যাবে। একে গ্রহণ করা মানুষের বন্ধ করতে হবে। এই শুক্রবার ওনার ষড়যন্ত্রের শিকার হতে চলেছে এক বড় নায়ক ও মহান পরিচালক।"
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র। গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই। ছবির ট্রেলারে আলিয়া ছাড়াও নজর কেড়েছেন অজয় দেবগন ও বিজয় রাজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 6:02 PM IST