শুনসান শহরের আকাশে উড়ছে ড্রোন ! লেন্সবন্দি লকডাউনের কলকাতা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভরদুপুরে কলকাতার আকাশে ড্রোন কেন ? ফলো করে কিছুটা রাস্তা এগোতেই রহস্যের উদঘাটন।
#কলকাতা: শুনসান রাস্তা। দুপুরের জনমানব শূন্য শহর। তারই মধ্যে মাথার উপরে তিনতলা বাড়ির উচ্চতায় ড্রোনের চরকিপাক। প্রথমে তো খানিকটা চমকে যেতে হয়। পুলওয়ামা বা কার্গিল হলে তাও কথা ছিল। কিন্তু এ তো হল কলকাতা।
ভরদুপুরে কলকাতার আকাশে ড্রোন কেন ? ফলো করে কিছুটা রাস্তা এগোতেই রহস্যের উদঘাটন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কে ওটা? কাছে যেতেই বিস্ময়ের অবসান। আরে, টলিউডে গোয়েন্দা গল্পের সম্রাট অরিন্দম শীল না! ব্যোমকেশ, আবার শবর, মিতিনমাসি..! বাংলা সিনেমায় গোয়েন্দা গল্প গুলে খেয়েছেন অভিনেতা কাম চিত্রপরিচালক অরিন্দম শীল। কিন্তু ভরদুপুরে লকডাউনের কলকাতায় ড্রোন উড়িয়ে কী করছেন? চিত্রপরিচালকের সহাস্য জবাব,"কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের লকডাউনের ছবি ক্যামেরাবন্দি করে রাখছি। তথ্যচিত্র বানাব। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে।"
advertisement

advertisement
তথ্যচিত্র বানানোর কাজে শহরের উত্তর থেকে দক্ষিণ দৌড়ে বেড়াচ্ছেন। কখনও রাসবিহারী অ্যাভিনিউ তো কখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল। অরিন্দম শীলের ক্যামেরায় ধরা থাকছে এই শহরের বিরল সব ছবি। লকডাউন কেমন দেখছেন? অরিন্দম শীলের জবাব,ম"বহু আগে সম্ভবত সাতের দশকে মৃণাল সেনের একটা পেপার কাটিং চোখের সামনে ভাসছে। বন্ধের শুনশান কলকাতায় পিচের রাস্তায় শুয়ে পড়ে ক্যামেরা লেন্সে চোখ রেখেছেন মৃণাল সেন। লকডাউনের কলকাতার ছবি ধরে রাখতে এসে সেটাই বারবার মনে আসছে।"
advertisement

লকডাউন চলাকালীন টালিগঞ্জের কলাকুশলীদের নিয়ে ঘরে বসে তথ্যচিত্র বানিয়েছেন। এবার শহরের রাস্তায় নেমে লকডাউনের ছবি লেন্স বন্দী করছেন পরিচালক অরিন্দম শীল। পরিচালকের পরের ছবি মিতিনমাসির সিক্যুয়ালেও বিষয়বস্তু লকডাউন। কলকাতার পাশাপাশি ছবির শুটিং হবে কেরলে।
PARADIP GHOSH
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2020 5:48 PM IST