Dunki Review: যেন রূপকথার নায়ক শাহরুখ! ‘ডাঙ্কি’ বুঝিয়ে দিল ভারতীয় দর্শক এখনও নিটোল গল্পে মজে

Last Updated:

Dunki Review: এমন একটা বছর, যখন অ্যাকশন ড্রামা ভারতীয় হিন্দি ছবির বাজার কাঁপিয়ে দিয়েছে, তখন এই ছবির মুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷

রাজকুমার হিরানি বারংবার বলিউডের ভাষাকে বদলে দিয়েছেন৷ তিনি বলিউডে এনেছেন ‘গান্ধিগিরি’ বা ‘জাদু কী ঝাপ্পি’-র মতো জিনিস৷ সেই রাজকুমার হিরানি এ বার নিয়ে এসেছেন তাঁর নতুন ছবি ‘ডাঙ্কি’ নিয়ে৷ আর সেখানেই নতুন রূপে ফিরে এসেছেন শাহরুখ খান৷ শাহরুখের এই কামব্যাক একেবারে নতুন বার্তা নিয়ে এসেছিল৷ এ বার পাঠান কিম্বা জওয়ানের মতো, ডাঙ্কি একে বারে নতুন এক স্নিগ্ধতার বাতাস নিয়ে এসেছে বলে মনে করছেন দর্শকরা৷
মুন্নাভাই এমবিবিএস, লগে রহু মুন্নাভাই, থ্রি এডিয়েটস হয়ে বিকে, বলিউডে তোলপাড় তুলেছিল এই ছবিগুলো৷ তার পর শাহরুখ অভিনীত ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেই তরঙ্গ তুলেছিল৷ কিন্তু কেমন হল সেই ছবি? এই ছবিতে কিছুটা কমেডি, রয়েছে কিছুটা নাটকিয়তায় পূর্ণ৷ পঞ্জাবের একটি গ্রাম থেকে চার জন বাসিন্দা, যে চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু, বিক্রম কোচর, অনিল গ্রোভর ও ভিকি কৌশল৷ তাঁদের ইচ্ছা ছিল ইংল্যান্ডে যাওয়ার৷ তাঁদের ভিসা নিয়ে একটি সমস্যা হয়৷ এর পর তাঁদের সাগর ও সমুদ্রের ভিতর দিয়ে চলা যাত্রা নিয়েই এই ছবি পরিচালিত হয়েছে৷
advertisement
advertisement
এমন একটা বছর, যখন অ্যাকশন ড্রামা ভারতীয় হিন্দি ছবির বাজার কাঁপিয়ে দিয়েছে, তখন এই ছবির মুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ তার মধ্যেই ভারতীয় গল্প বলা ছবির ম্যাজিক দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে৷ এই ছবিতে যেন সব আশা পূর্ণ হয়েছে৷ প্রথমত ছবির প্রথম অর্ধের বৈচিত্র্যময় একটি সেটিং৷ সেটা এতই ভাল যে আপনার চোখে হয়ত দ্বিতীয় অর্ধের কিছু ভুল ত্রুটি চোখেও পড়বে না৷
advertisement
ছবিকে যিনি চালিয়ে নিয়ে গিয়েছেন, তাঁর নাম শাহরুখ খান৷ তাঁর উপস্থিতি ম্যাজিক্যাল৷ পাঠান ও জওয়ান পর নিজেকে অ্যাকশান হিরো হিসাবে প্রতিষ্ঠা করা শাহরুখ এই ছবিতে যেন অন্য উপায়ে আবিস্কার করেছেন নিজেকে৷ তিনি আবারও নিজেকে অভিনয়ের শিখরে প্রতিষ্ঠা করেছেন৷ তাঁর সারল্য, চরিত্রের প্রতি অদ্ভুত মুগ্ধতা যেন আরও বাড়িয়ে দেয়৷ মনে করা হচ্ছে, এই ছবিটি শাহরুখের জীবনের অন্যতম একটি সেরা ছবি হয়ে থেকে যেতে চলেছে৷ আলাদা করে তাপসী পান্নু ও ভিকি কৌশলের কথাও উল্লেখ করতে হয, তাঁদের অভিনয়ের জোর ছবিকে নতুন মাত্রা দিয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki Review: যেন রূপকথার নায়ক শাহরুখ! ‘ডাঙ্কি’ বুঝিয়ে দিল ভারতীয় দর্শক এখনও নিটোল গল্পে মজে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement