Dunki Review: যেন রূপকথার নায়ক শাহরুখ! ‘ডাঙ্কি’ বুঝিয়ে দিল ভারতীয় দর্শক এখনও নিটোল গল্পে মজে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Dunki Review: এমন একটা বছর, যখন অ্যাকশন ড্রামা ভারতীয় হিন্দি ছবির বাজার কাঁপিয়ে দিয়েছে, তখন এই ছবির মুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
রাজকুমার হিরানি বারংবার বলিউডের ভাষাকে বদলে দিয়েছেন৷ তিনি বলিউডে এনেছেন ‘গান্ধিগিরি’ বা ‘জাদু কী ঝাপ্পি’-র মতো জিনিস৷ সেই রাজকুমার হিরানি এ বার নিয়ে এসেছেন তাঁর নতুন ছবি ‘ডাঙ্কি’ নিয়ে৷ আর সেখানেই নতুন রূপে ফিরে এসেছেন শাহরুখ খান৷ শাহরুখের এই কামব্যাক একেবারে নতুন বার্তা নিয়ে এসেছিল৷ এ বার পাঠান কিম্বা জওয়ানের মতো, ডাঙ্কি একে বারে নতুন এক স্নিগ্ধতার বাতাস নিয়ে এসেছে বলে মনে করছেন দর্শকরা৷
মুন্নাভাই এমবিবিএস, লগে রহু মুন্নাভাই, থ্রি এডিয়েটস হয়ে বিকে, বলিউডে তোলপাড় তুলেছিল এই ছবিগুলো৷ তার পর শাহরুখ অভিনীত ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেই তরঙ্গ তুলেছিল৷ কিন্তু কেমন হল সেই ছবি? এই ছবিতে কিছুটা কমেডি, রয়েছে কিছুটা নাটকিয়তায় পূর্ণ৷ পঞ্জাবের একটি গ্রাম থেকে চার জন বাসিন্দা, যে চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু, বিক্রম কোচর, অনিল গ্রোভর ও ভিকি কৌশল৷ তাঁদের ইচ্ছা ছিল ইংল্যান্ডে যাওয়ার৷ তাঁদের ভিসা নিয়ে একটি সমস্যা হয়৷ এর পর তাঁদের সাগর ও সমুদ্রের ভিতর দিয়ে চলা যাত্রা নিয়েই এই ছবি পরিচালিত হয়েছে৷
advertisement
advertisement
এমন একটা বছর, যখন অ্যাকশন ড্রামা ভারতীয় হিন্দি ছবির বাজার কাঁপিয়ে দিয়েছে, তখন এই ছবির মুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ তার মধ্যেই ভারতীয় গল্প বলা ছবির ম্যাজিক দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে দেশের মানুষের মধ্যে৷ এই ছবিতে যেন সব আশা পূর্ণ হয়েছে৷ প্রথমত ছবির প্রথম অর্ধের বৈচিত্র্যময় একটি সেটিং৷ সেটা এতই ভাল যে আপনার চোখে হয়ত দ্বিতীয় অর্ধের কিছু ভুল ত্রুটি চোখেও পড়বে না৷
advertisement
ছবিকে যিনি চালিয়ে নিয়ে গিয়েছেন, তাঁর নাম শাহরুখ খান৷ তাঁর উপস্থিতি ম্যাজিক্যাল৷ পাঠান ও জওয়ান পর নিজেকে অ্যাকশান হিরো হিসাবে প্রতিষ্ঠা করা শাহরুখ এই ছবিতে যেন অন্য উপায়ে আবিস্কার করেছেন নিজেকে৷ তিনি আবারও নিজেকে অভিনয়ের শিখরে প্রতিষ্ঠা করেছেন৷ তাঁর সারল্য, চরিত্রের প্রতি অদ্ভুত মুগ্ধতা যেন আরও বাড়িয়ে দেয়৷ মনে করা হচ্ছে, এই ছবিটি শাহরুখের জীবনের অন্যতম একটি সেরা ছবি হয়ে থেকে যেতে চলেছে৷ আলাদা করে তাপসী পান্নু ও ভিকি কৌশলের কথাও উল্লেখ করতে হয, তাঁদের অভিনয়ের জোর ছবিকে নতুন মাত্রা দিয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 3:44 PM IST