ফুটপাতের কুকুরদের দেশ নেই, তাই নিজের ছবিতে তাদের ঠাঁই দিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সিনেমাকে বলা হয় সমাজের দর্পণ৷ যে দর্পণ তথাগত সামনে এনেছেন, সেখানে আগে কেউ মুখ দেখেছে? মনে করতে পারছে না টলিউড৷
তাঁর ভাবনা বরাবরই অন্যরকম৷ অথবা বলা যায় মেইনস্ট্রিম থেকে আলাদা৷ ছবির এমন মৌলিকত্ব বাংলা সিনেমার দর্শককে ভাবিয়েছে বারবার৷ পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের পরের ছবি পারিয়াও এমনই এক ভিন্ন ঘরানার ছবি৷
মানুষ নয়, বরং মনুষ্যেতর জীবকে নিয়েই এবার তথাগতর নৈপুণ্য৷ "ফুটপাতের কুকুরদের দেশ নেই, ভোটার নেই, আধার নেই, নেই কোনো পরিচয়। শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে, চিৎকার করবে,বলবে যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে"। ছবির মোশন পিকচারের ক্যাপশনে এমনটাই লিখেছেন পরিচালক স্বয়ং৷
advertisement
advertisement
কীভাবে এল এমন এক ভাবনা? রাস্তার কুকুরদের হয়ে বলার কেউ নেই৷ তাদের ওপর যে অত্যাচার হয়, তাদের নিয়ে বলার কেউ নেই৷ সেখানেই মহামানব হয়ে আসে একটি চরিত্র৷ বিক্রমের যেই আর্তনাদ, যেই জান্তব আওয়াজ তাও কুকুরের চিৎকারেরই রূপক৷ এটা যে প্রতিবাদের ছবি, পোস্টার থেকে সেটা স্পষ্ট৷ ছবিটি প্রযোজনা করেছেন প্রতীক চক্রবর্তী এবং অভিনব ঘোষ। অনিন্দিত রায় এবং অদিপ সিং মানকি ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন৷
advertisement
এর আগে এক মায়াজালে আটকে পড়া গল্প নিয়ে ছবি তৈরি করেন তথাগত মুখোপাধ্যায় ৷ যে ছবির গল্পে ছিল এক রাজপুত্র ও জলপরী৷যে গল্প বাস্তব থেকে দূরে হলেও, ভটভটির কাছে সেটাই রিয়েল! বিষয়ের অভিনবত্ব আবারও তাঁর ভাবনায়৷ অপেক্ষায় দর্শকমহল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 7:22 PM IST