Chaalchitro Trailer: শহরের বুকে একের পর এক বীভৎস খুন, কিনারা করতে মাঠে পুলিশ, ডিসেম্বরের শেষে হবে সুরাহা!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পুজোর আগে শহরের বুকে একের পর এক মহিলা খুনের ঘটনা। রহস্যের কিনারা করতে ময়দানে পুলিশবাহিনী। রহস্য-রোমাঞ্চে ভরা টিজারের পর এবার মুক্তি পেল চালচিত্রর ট্রেলার।
কলকাতা: মহালয়ার দিন প্রকাশ্যে এসেছে প্রতিম ডি গুপ্তার আপকামিং মুভি চালচিত্রের টিজার। পুজোর আগে শহরের বুকে একের পর এক মহিলা খুনের ঘটনা। রহস্যের কিনারা করতে ময়দানে পুলিশবাহিনী। রহস্য-রোমাঞ্চে ভরা টিজারের পর এবার মুক্তি পেল চালচিত্রর ট্রেলার। শহরের বুকে এক অভজাত মলে স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। এই পুলিশ অফিসারের সঙ্গে এই ছবিতে দর্শক দেখবে রাইমা সেন, স্বস্তিকা দত্তের মতো অভিনেতাদের।
টোটা রায়চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। আর শান্তনু মাহেশ্বরীর প্রেমিকার ভূমিকায় স্বস্তিকা। চালচিত্রের মাধ্যমে বাংলা ছবিতে অভিষেক শান্তনুর। এছাড়াও এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ ওপার বাংলার অভিনেতা অপূর্ব।
advertisement
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে বাংলা ছবির দর্শকের উদ্দেশে কী বললেন পরিচালক প্রতিম ডি গুপ্তা? তিনি বলেন, ‘আমার মনে হয় চালচিত্রের ট্রেলার ডার্ক থ্রিলারের প্রথম ঝলক। এই ট্রেলার দেখে দর্শক বুঝতে পারবে প্রতিটি পরতে রহস্য-রোমাঞ্চের ছোঁয়া রয়েছে। তারকাখচিত রোলারকোস্টার মুহূর্ত এবারের শীতে বাংলা ছবির দর্শকের বিশেষ উপহার।’ টোটার রিল লাইফ স্ত্রী রাইমা সেন বলেন, ‘ট্রেলার দেখে দর্শকের যতটা ভাল লাগবে পুরো সিনেমাটা দর্শকের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি হবে। আমি আগামী শুক্রবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই ছবি বাংলা সিনেমার চেনা ছবিকে বদলে দেবে বলে আমার বিশ্বাস। এই ছবির অংশ হতে পেরে আমি গর্বিত।’
advertisement
টোটা রায় চৌধুরী, যিনি ছবিতে একটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, বলেছেন, “আমি চালচিত্রের একটি সংহত অংশ হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। চলচ্চিত্রটির অনন্য কাহিনী এবং প্রতিভাবান কাস্ট এটিকে এমন কিছু করে তোলে যা বাংলা সিনেমা আগে কখনও দেখেনি। দর্শকরা এটা অনুভব করার জন্য আমি অপেক্ষা করতে পারি না।”
advertisement
রাইমা সেন, “বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি অবশ্যই একটি গেম-চেঞ্জার, এবং আমি এটির একটি অংশ হতে পেরে গর্বিত।” প্রযোজক ফিরদাসুল হাসান বলেছেন, “চলচিত্র – দ্য ফ্রেম ফাটালে দর্শকদের সাথে শেষ পর্যন্ত ট্রেলার শেয়ার করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা নিশ্চিত যে এটি দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।” চমকপ্রদ কাহিনী এবং একটি দুর্দান্ত কাস্ট সহ, চালচিত্র – দ্য ফ্রেম ফাটালে ২০ ডিসেম্বর থিয়েটারে মুক্তি পাচ্ছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2024 3:54 PM IST