জাহ্নবী ও ইশানের প্রেমের ম্যাজিক ! বলিউডে নতুন ‘ধড়ক’

Last Updated:

শ্রীদেবী যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো অঝোরে কেঁদে ফেলতেন ৷

#মুম্বই: শ্রীদেবী যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো অঝোরে কেঁদে ফেলতেন ৷ হয়তো জাহ্নবীকে কাছে ডেকে জড়িয়ে ধরতেন ৷ চুমু খেতেন৷ কারণ, এই দিনটার জন্যই তো তিনি অপেক্ষা করছিলেন, তিল তিল করে তৈরি করছিলেন তাঁর মেয়ে জাহ্নবীকে ৷ কিন্তু তা আর হল কই? তার আগেই শ্রীহীন কাপুর ফ্যামিলি ৷
‘ধড়ক’ ছবির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই গোটা বলিউড এখন যেন এরকমই বলে চলেছে ৷ কাপুর ফ্যামিলিতে এখন আনন্দের রেশ ৷ সঙ্গে অল্প দুঃখ তো রয়েইছে ৷ তবে ‘ধড়ক’-এর ট্রেলারে জাহ্নবীকে দেখে গোটা বলিউড উচ্ছ্বসিত ৷ আর উচ্ছ্বাস থাকবেই না কেন, শ্রীদেবীর মায়াবী চোখের চাউনির হালকা ইশারা তো রয়েইছে জাহ্নবীর চোখে ৷ প্রত্যেকটি দৃশ্যে অভিব্যক্তির মধ্যেও শ্রীয়ের ছাপ স্পষ্ট !
advertisement
অন্যদিকে শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর ট্রেলারেই বুঝিয়ে দিলেন, তিনিও কী কামাল দেখাবেন ‘ধড়ক’ ছবিতে ৷ ইতিমধ্যেই মাজিদ মাজিদি-র বিয়ন্ড দ্য ক্লাউড ছবিতে দর্শক পছন্দ করেছেন ইশানের অভিনয় ৷ এবার একেবারে অন্যভাবে বলিউডের পর্দায় ধরা দেবেন ইশান৷
advertisement
মারাঠি ছবি ‘সাইরাত’-এর বলিউড রিমেকই ধড়ক ৷ পরিচালক শশাঙ্ক খৈতান সাইরাতের গল্পকেই নতুন করে রূপ দিয়েছেন ৷ রাজস্থানকে প্রেক্ষাপট বানিয়ে ধড়ক সাইরাতের সাফল্যেকে ফের নতুন করে বক্স অফিসে নিয়ে আসবে, এমনটাই আশা করছেন প্রযোজক করণ জোহর ৷ ছবিটি মুক্তি পাবে ২০ জুলাই ৷
advertisement
দেখুন ‘ধড়ক’-এর ট্রেলার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহ্নবী ও ইশানের প্রেমের ম্যাজিক ! বলিউডে নতুন ‘ধড়ক’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement