Dev-Subhashree: নতুন বছরে 'হেভিওয়েট' চমক, পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, পুজোয় এবার 'দেশু' ম্যাজিক
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
২০২৫-এর অগাস্টে ১০ বছর অপেক্ষার পর মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, দেব-শুভশ্রী অভিনীত 'ধূমকেতু'! ছবি মুক্তির আগে 'দেশু'কে দেখা যায় নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে,ছবির সাফল্য কামনা করে
কলকাতা: নতুন বছরের দ্বিতীয় দিনে বড় চমক দিলেন টলিউডের সুপারস্টার দেব! এবার পুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির ৭ নম্বর ছবি, ফের বাংলার বক্স অফিসে ‘দেশু’ ম্যাজিক!
দুর্গা পুজোয় বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটির ৭ নম্বর ছবি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খবর দিলেন দিলেন খোদ দেব। ২০২৬-এর দুর্গাপুজোয় বড়পর্দায় ফিরছে ‘দেশু’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘খোকা ৪২০’ জানালেন, তাঁর ৫১ তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। অর্থাৎ এক দশক পর আবার শ্যুটিং ফ্লোরে দেব-শুভশ্রী। গত বছর ‘ধুমকেতু’ মুক্তি পেলেও সেই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। সুখবর দিয়ে দেব ক্যাপশনে লিখেছেন, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল ও রোমান্সের নতুন রসায়নের জন্য..যা আপনারা সবসময় পছন্দ করেছেন’।
advertisement
advertisement
advertisement
বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই ছবি। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে বিতর্কে। সেই সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়েই ফের জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। ২০২৫-এর অগাস্টে ১০ বছর অপেক্ষার পর মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’! ছবি মুক্তির আগে ‘দেশু’কে দেখা যায় নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে,ছবির সাফল্য কামনা করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 11:02 PM IST










