Deepika Padukone Pregnant: মা হওয়ার আগে নিজের এ কী 'অবস্থা' করলেন দীপিকা! রণবীরও অবাক, দেখেছেন?

Last Updated:

Deepika Padukone Pregnant: মা হওয়ার আগে নিজের রূপ একেবারে বদলে ফেললেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
মুম্বই: প্রথমবার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই ছবি শেয়ার করে সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। স্বামী রণবীর সিংও সোশ্যাল মিডিয়ায় জানান আনন্দের কথা। এরপরই তাঁরা জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরে মা হতে চলেছেন নায়িকা।
তবে মা হওয়ার আগে নিজের রূপ একেবারে বদলে ফেললেন দীপিকা। স্যাঁলো থেকে নিজের একটি সেলফি পোস্ট করেছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে, ছোট চুল থেকে নিজের চুল ফের লম্বা করে ফেলেছেন নায়িকা। ক্যাপশনে তিনি জানিয়েছেন, ‘আমার লম্বা চুলকে মিস করছিলাম’। আর এই ছবি দেখে চুপ থাকেননি রণবীর।
advertisement
advertisement
আরও পড়ুন: হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, এবার কী হবে? আশা-নিরাশায় চাকরিপ্রার্থীরা!
ছবিতে রণবীর সিং স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে কমেন্ট করেছেন, ‘আদুরে’। অপেক্ষের মাত্র কয়েকমাস। খুব শিগগিরই মা হবেন দীপিকা পাডুকোন। বহুদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মা হওয়ার সুখবর জানিয়েছেন নায়িকা। সম্প্রতি নায়িকাকে নিয়ে জানা গেল নতুন তথ‍্য। মিডিয়ার অন্দরে খবর, দেশ ছাড়ছেন না নায়িকা। তিনি থাকবেন বাবা মায়ের কাছে।
advertisement
দীপিকার নিজের শহর বেঙ্গালুরুতেই জন্মাতে চলেছে দীপিকার প্রথম সন্তান। যদিও এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে বলেননি নায়িকা বা তাঁর স্বামী রণবীর কেউই। রণবীর এবং দীপিকা তাঁদের প্রথম সন্তানকে বেঙ্গালুরুতেই স্বাগত জানাবেন বলেই খবর। এই পরিস্থিতিতে কাজগুলিকেও যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে চাইছেন নায়িকা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone Pregnant: মা হওয়ার আগে নিজের এ কী 'অবস্থা' করলেন দীপিকা! রণবীরও অবাক, দেখেছেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement