Celine Dion Health Update: 'লড়াই এখনও চলছে', বিরল স্নায়ুর রোগে আক্রান্ত সেলিন ডিয়ন! আছেন কেমন? জানালেন গায়িকার বোন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Celine Dion Health Update: প্রায় এক বছর ধরে জটিল স্নায়ুর রোগে আক্রান্ত অস্কারজয়ী গায়িকা সেলিন ডিয়ন৷ সম্প্রতি তার বোন, ক্লডেট ডিয়ন সেলিনের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, সেলিন ডিয়ন এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন৷ আমরা আত্মবিশ্বাসী যে, সফল হব।
নিউ ইয়র্ক: সেলিন ডিয়ন,পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্য অন্যতম৷ বিশেষ করে টাইটানিক ছবির বিখ্যাত গান মাই হার্ট উইল গো অন-এর সেরা গানের বিভাগে অস্কারে পেয়েছিলেন তিনি৷ গায়িকা নিজেই জানিয়েছেন,তার পক্ষে আর ওয়ার্ল্ড ট্যুর করা সম্ভব হবে না৷ শুধু তাই নয়, সম্ভবত আর কোনওদিনই ট্যুর করতে পারবেন নাস তিনি৷ যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল৷
প্রায় এক বছর ধরে জটিল স্নায়ুর রোগে আক্রান্ত অস্কারজয়ী গায়িকা সেলিন ডিয়ন৷ এতটাই জটিল এই রোগ যে দশ লক্ষের মধ্যে মাত্র একজনের এই অসুখ হয়৷ এমনই বিরল রোগে আক্রান্ত গায়িকা৷ এখন তিনি কেমন আছেন তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ যদিও গায়িকা নিজের স্বাস্থ্যের বিষয়ে খুব কম তথ্যই শেয়ার করেছেন৷ সম্প্রতি তার বোন, ক্লডেট ডিয়ন সেলিনের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, সেলিন ডিয়ন এখনও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন৷ আমরা আত্মবিশ্বাসী যে, সফল হব।
advertisement
আরও পড়ুন- চকোলেট-চিপস নয়, এই লোভনীয় খাবারেই ‘Craving’ মেটাচ্ছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী, ছবিতে দেখুন
advertisement
আরও পড়ুন-অগ্নিগর্ভ ফ্রান্সে আটকে উর্বর্শী,উত্তাল পরিস্থিতিতে বাড়ছে বিপদ! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের
কী এই কঠিন রোগ?’স্টিফ পারসন সিনড্রোম’ নামের এক রোগ ধরা পড়েছে গায়িকার।গত বছর ডিসেম্বর মাসে বিখ্যাত সঙ্গীতশিল্পী ইনস্টাগ্রাম পোস্টে প্রথম রোগের কথা জানান। সেলিন জানান, ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের একটি রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। স্টিফ পারসন সিনড্রোম বা ‘এসপিএস’ একটি ‘অটো ইমিউন’ রোগ। ঠিক কেন এই রোগ হয়, তা নিশ্চিত করে বলা না গেলেও গবেষকদের ধারণা, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনও কারণে দেহেরই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করলে এই সমস্যা তৈরি হয়। সাধারণত মধ্যবয়স্ক মানুষরা এই রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা এমনও আশঙ্কা করেছেন যে, সেলিন আর কোনওদিন গান গাইতে না-ও পারেন। স্টেজে উঠে ঘণ্টার পর ঘণ্টা শো করার তো প্রশ্নই নেই। গত কয়েক বছরে নানা কারণে সঙ্গীতচর্চা থেকে দূরে ছিলেন সেলিন৷ স্বামী রেনের ক্যানসার আক্রান্ত হওয়ার পর তাকে নিয়ে ব্যস্ত ছিলেন গায়িকা৷ তারপর রেনের মৃত্যতে মারাত্মক ভাবে ভেঙে পড়েছিলেন গায়িকা৷ শোক কাটিয়ে গানের জগতে ফিরলেও আচমকাই অসুস্থ হয়ে পড়েন৷ শরীরের ভয়ঙ্কর অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা৷ আপাতত সেলিন স্টেজে ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 5:41 PM IST