#মুম্বই: বলিউডে এখন শোকের ছায়া। সকলেই ভেঙে পড়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে। মৃত্যুর পর বলিউডের নোংরা রাজনীতিও সামনে আসছে। সামনে আসছে সুশান্তের বেশ কিছু পুরোন ভিডিও। কিভাবে শাহরুখ ও শাহিদ কাপুর তাঁকে অন স্টেজ লেগ পুলিং করেছিলেন তা নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক বছর আগে ঠিক একই ভাবে নিউ কামার নীল নিতিন মুকেশের সঙ্গেও করা হয়েছিল এই রকম মজা। যা ভাল চোখে নেননি তিনি। করেছিলেন প্রতিবাদ। তাঁকে শাহরুখ ও সইফ আলি খান, 'বলেছিলেন ভাই তোমার সারনেম কোনটা? পুরোটাই তো মনে হচ্ছে নাম।" এ প্রশ্নে রেগে গিয়ে জবাব দিয়েছিলেন নীল। তারপর নানা রকম ঘটনায় জড়িয়ে নীল নিতিন মুকেশ হারিয়ে যান ইন্ডাষ্ট্রি থেকে। এভাবেই অনেকেই হারিয়েছেন বলিউড থেকে। পারেননি লড়াই চালাতে।
তবে আপাতত ভাল আছেন নীল। সম্প্রতি নীল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ছোট্ট মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন। মিষ্টি মেয়েটি নিজের মনে কিসব যেন বলে চলেছে। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Neil Nitin Mukesh, Viral Video