নিজের উল্টো ছবি পোস্ট করে মেয়ে জোয়ার কাছে নতুন কি শিখলেন শাবানা আজমি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ক্যাট আই চশমাতে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। ছবিটি তাঁর অল্প বয়সের। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "সেও এক সময় ছিল।"
#মুম্বই: শাবানা আজমি। শুধু একটা নাম নয়। শাবানা আজমি বললে চোখের সামনে ভেসে ওঠে গোটা একটা যুগ। সঞ্জীব কাপুর, থেকে শুরু করে বিনোদ খান্না, অমিতাভ সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। স্টাইলে, চলনে শাবানা সবসময়ই একদম অন্যরকম। তাঁর কথা বলা, চলা ফেরা দেখলেই বোঝা যায় তিনি বুদ্ধিমতী। আর জীবনে যা যা করেছেন সবটাই ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে করেছেন। বিয়ে থেকে কেরিয়ার সব কিছুকেই সামলেছেন নিঁখুত হাতে।
শাবানা আজমি সোশ্যাল মিডিয়ায় সব সময়ই চর্চিত। তিনি সোশ্যাল ইস্যু থেকে শুরু করে নিজের জীবন সব কিছু নিয়েই মুখ খোলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাট আই চশমাতে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। ছবিটি তাঁর অল্প বয়সের। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "সেও এক সময় ছিল।" তাঁর এই ছবি মুহূর্তে ভাইরাল হতে শুরু করে। তবে এই ছবির নীচে কমেন্ট করেন তাঁর সৎ মেয়ে জোয়া আখতার। যিনি এখন বলিউডের নামকরা পরিচালকদের মধ্যে একজন। জোয়া, শাবানা আজমির স্বামী জাভেদ আখতার ও তাঁর আগের পক্ষের স্ত্রী হানি ইরানির মেয়ে। ফারহান ও জোয়া দুজনেরই মা হানি ইরানি। তবে শাবানা র সঙ্গেও তাঁর এই দুই ছেলে মেয়ের সম্পর্ক খুবই ভাল। নিজের মায়ের থেকে কোনও অংশে কম নন শাবানা । জোয়া তাঁর মায়ের পোস্ট করা ছবির তলায় লিখলেন," আমি তোমায় শিখিয়ে দেব কি করে ছবি ফ্লিপ করতে হয়।" এই পোস্টের পরই ভাইরাল হয় এই ছবি। তবে শাবানার ভক্তরা এর জবাবে লিখেছেন, "আপনাকে ছবি ফ্লিপ করতে হবে না। আমরা আমাদের ফোনটাকে ঘুরিয়ে নেব।"
advertisement
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 10:34 PM IST