নিজের উল্টো ছবি পোস্ট করে মেয়ে জোয়ার কাছে নতুন কি শিখলেন শাবানা আজমি

Last Updated:

ক্যাট আই চশমাতে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। ছবিটি তাঁর অল্প বয়সের। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "সেও এক সময় ছিল।"

#মুম্বই: শাবানা আজমি। শুধু একটা নাম নয়। শাবানা আজমি বললে চোখের সামনে ভেসে ওঠে গোটা একটা যুগ। সঞ্জীব কাপুর, থেকে শুরু করে বিনোদ খান্না, অমিতাভ সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। স্টাইলে, চলনে শাবানা সবসময়ই একদম অন্যরকম। তাঁর কথা বলা, চলা ফেরা দেখলেই বোঝা যায় তিনি বুদ্ধিমতী। আর জীবনে যা যা করেছেন সবটাই ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে করেছেন। বিয়ে থেকে কেরিয়ার সব কিছুকেই সামলেছেন নিঁখুত হাতে।
শাবানা  আজমি সোশ্যাল মিডিয়ায় সব সময়ই চর্চিত। তিনি সোশ্যাল ইস্যু থেকে শুরু করে নিজের জীবন সব কিছু নিয়েই মুখ খোলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাট আই চশমাতে তিনি হয়ে উঠেছেন মোহময়ী। ছবিটি তাঁর অল্প বয়সের। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, "সেও এক সময় ছিল।" তাঁর এই ছবি মুহূর্তে ভাইরাল হতে শুরু করে। তবে এই ছবির নীচে কমেন্ট করেন তাঁর সৎ মেয়ে জোয়া আখতার। যিনি এখন বলিউডের নামকরা পরিচালকদের মধ্যে একজন। জোয়া, শাবানা আজমির স্বামী জাভেদ আখতার ও তাঁর আগের পক্ষের স্ত্রী হানি ইরানির মেয়ে। ফারহান ও জোয়া দুজনেরই মা হানি ইরানি। তবে শাবানা র সঙ্গেও তাঁর এই দুই ছেলে মেয়ের সম্পর্ক খুবই ভাল। নিজের মায়ের থেকে কোনও অংশে কম নন শাবানা । জোয়া তাঁর মায়ের পোস্ট করা ছবির তলায় লিখলেন," আমি তোমায় শিখিয়ে দেব কি করে ছবি ফ্লিপ করতে হয়।" এই পোস্টের পরই ভাইরাল হয় এই ছবি। তবে শাবানার ভক্তরা এর জবাবে লিখেছেন, "আপনাকে ছবি ফ্লিপ করতে হবে না। আমরা আমাদের ফোনটাকে ঘুরিয়ে নেব।"
advertisement
View this post on Instagram

Those were the days!!

A post shared by Shabana Azmi (@azmishabana18) on

advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিজের উল্টো ছবি পোস্ট করে মেয়ে জোয়ার কাছে নতুন কি শিখলেন শাবানা আজমি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement