বাবার কোলে ছোট্ট টাইগার ! ভাইরাল ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে বাবা জ্যাকি শ্রফের কোলে টাইগার।
#মুম্বই: বলিউডে একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ অনেক দিন হয়েছে ছবি থেকে দূরে আছেন। তবে এখন বলিউড কাপাচ্ছেন জ্যাকির ছেলে টাইগার শ্রফ। টাইগার শ্রফ প্রথম যখন ছবি করতে এসেছিলেন, সে সময় তাঁকে দেখে মনে হয়নি, এই অভিনেতা থাকতে এসেছেন। বলিউডে নিজের পা বাবার মতোই শক্ত করতে এসেছেন টাইগার।
টাইগার শুধু নিজেকে বদলেছেন তাই নয়, তৈরি করেছেন একদম অন্য রকমভাবে। টাইগারের পোশাক থেকে শুরু করে চলা ফেরা সব বদলে গিয়েছে। টাইগার নাচেও টেক্কা দিতে পারেন বলিউডের যে কোনও কাউকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ছবিতে বাবা জ্যাকি শ্রফের কোলে টাইগার। বাবাকে জড়িয়ে ধরে রয়েছেন ছোট্ট টাইগার। কে জানতো এই ছোট্ট ছেলেটাই বড় হয়ে বাবার দেখানো পথেই হাঁটবে। টাইগারের একটি বোনও আছে।
advertisement
advertisement
advertisement
Location :
First Published :
March 03, 2020 6:59 PM IST