দেশে #Me Too ঝড় তুলে আমেরিকায় ফিরে গেলেন তনুশ্রী দত্ত
Last Updated:
#মুম্বই: গত বছরের শেষদিকে #Me Too আন্দোলনে নতুন মাত্রা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সাবেক এই মিস ইন্ডিয়া নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে শেয়ার করার পর মুখ খুলেছিলেন আরও অনেকে। অভিনয় বলতে গেলে ছেড়েই দিয়েছেন তনুশ্রী। গত কয়েক বছর ধরে থাকেন আমেরিকায়। ভারতে এসে শিরোনামে আসার পর ফের আমেরিকায় ফিরে গেলেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেছেন তনুশ্রী। তিনি লিখেছেন, ‘‘আমেরিকা যাওয়ার পথে। প্রায় ৬ মাস পরে ফিরছি। আমার পরিবারকে সবচেয়ে বেশি মিস করব।’’
মূলত বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বলিউড ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তনুশ্রী। তবে পুরো বিষয়টি এখনও বিচারাধীন। তার এই প্রতিবাদের পর আরও বেশ কয়েকজন মহিলা ক্রিকেট এবং বলিউড জগতের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
advertisement
advertisement
advertisement
আমেরিকায় পাড়ি দেওয়ার আগে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘‘এই ৬ মাস আমার জীবনের সবচেয়ে লম্বা ছুটি ছিল। সবচেয়ে দুঃখজনক ছুটি। ৬ মাস আগে আমেরিকায় আমার জীবন কেমন ছিল, আমি তো মনেই করতে পারছি না। আশা করি এখন আমি পুরনো জীবনে ফিরতে পারব।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2019 8:05 PM IST