হঠাৎ রেগে গেলেন তৈমুর ! তারপর যা করলেন...
Last Updated:
#মুম্বই: এমনিতে সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান বেশ খোশ মেজাজের! বিশেষ করে পাপারাৎজিদের তিনি বেশ পছন্দই করেন! ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেন, কখনও বা খিলখিলিয়ে হাসেন! এমনকী 'অমৃতা আন্টি'র বাড়ি বেরাতে গিয়ে, ছাদে বাবার কোলে চেপে দিব্য 'রোদ পোহানো'র পোজ দিয়েছেন নবাব পুত্তুর!
কিন্তু হঠাৎ এ কী হল তৈমুরের? সবে বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বইতে ফিরেছেন! শুরু হয়েছে স্কুলও! স্কুল থেকে ফিরে ন্যানির সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন ছোটে নবাব। আর তখনই তাঁর ছবি তুলতে ছুটে আসে এক-ঝাঁক পাপারাৎজি! কিন্তু সদা হাস্যময় তৈমুরের আচমকাই মুড গেল বিগড়ে! ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নিলেন! আজার ডাকাডাকি, সাধাসাধিতেও ফিরে তাকালেন না! উলটে চুপচাপ গাড়ি থেকে নেমে যেতে দেখা গেল তৈমুরকে!
advertisement
দেখুন সেই মুহূর্তের ছবি-
advertisement
সম্প্রতি তৈমুরের ১ বছরের জন্মদিন পালন করেন সেফ-করিনা। পতৌদি প্যালেসেই হয় নবাব-পুত্তুরের জন্মদিনের অনুষ্ঠান। এদিন বাবার সঙ্গে ঘোড়ায় চড়তেও দেখা যায় তৈমুরকে। যদিও, তৈমুরের জন্মদিনে কাপুর এবং পতৌদি পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠরা ছাড়া আর কেউই হাজির ছিলেন না।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 31, 2018 11:42 AM IST










