এখন থেকে আর দেখা যাবে না তৈমুরের ছবি ! কিন্তু কেন ?

Last Updated:
#মুম্বই: স্টারকিডস-দের মধ্যে জনপ্রিয়তার টপলিস্টে রয়েছেন সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে! ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরেরাও চোখ কপালে তোলেন! তাকে নিয়ে আসমুদ্রহিমাচলের কৌতূহলেরও কোনও শেষ নেই! তৈমুর কী খাচ্ছে, কী পরছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে না এমনকী তার ন্যানির বেতন কত...সমস্ত আপডেট চাই!
পাপারাৎজিদের ক্যামেরা থেকে মাম্মি, ড্যাডির সঙ্গে ইভেন্ট, ফাংশন, পার্টি বা শুটিং স্পট! লাইমলাইটের সঙ্গে প্রথম থেকেই দোস্তি করে ফেলেছে ছোটে নবাব! আর এটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে করিনা ও সেফ-এর! সেই কারণেই মিডিয়া ও পাপারাৎজিদের কাছে খান দম্পতি অনুরোধ করেছেন, তৈমুরের ছবি যেন আর না তোলেন তাঁরা। করিনা-সেফের বাড়ির বাইরে তাঁরা আর যেন দাঁড়িয়ে না থাকেন।
advertisement
একটি সাক্ষাৎকারে সেফ জানান, '' আর দু'মাস বাদে তৈমুর দু'বছরে পা দেবে। ও এখন আসতে আসতে বুঝতে শিখছে। ওকে নিয়ে পাপারাৎজিদের এই উচ্ছ্বাস ওর শিশু মনের উপর প্রভাব ফেলতে পারে। আমি আর করিনা চাই, আর পাঁচটা বাচ্চার মতোই তৈমুরও স্বাভাবিক একটা শৈশব পাক।''
advertisement
তৈমুর এখন প্লে-স্কুলের পড়ুয়া। কিছুদিন ধরেই তার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বেগুনি কুর্তা, সাদা পাতিয়ালায় পোজ দিয়েছেন তৈমুর। পাশে সোহা আলি খানের মেয়ে ইনায়া ও তুষার কাপুরের ছেলে লক্ষ। ছবিটি তৈমুরের স্কুলে নবরাত্রির অনুষ্ঠানে তোলা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখন থেকে আর দেখা যাবে না তৈমুরের ছবি ! কিন্তু কেন ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement