OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে পরিণীতি চোপড়া অভিনীত সাইনা নেহওয়ালের বায়োপিক

Last Updated:

সাইনা নেহওয়ালের বায়োপিকে প্রথমে কাস্ট করা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পরে শ্রদ্ধাকে সরিয়ে সেই জায়গা দখল করেন পরিণীতি চোপড়া ।

#মুম্বই: পরিণীতিকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল প্রায় বছর দুয়েক আগে । না, এর জন্য প্যানডেমিক বা লকডাউনকে দায়ী করা যায় না । বরং নায়িকার খারাপ কেরিয়ার গ্রাফই রয়েছে এর মূলে । ২০১৯ সালে ‘জাবারিয়া জোড়ি’তে অভিনয় করেছিলেন পরিণীতি । বলাই বাহুল্য, সেই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে । এরপর ‘ফ্রোজেন ২’-এর হিন্দি ভার্সনে অ্যানার গলায় ডাব করেছিলেন পরিণীতি । এই ছবিতে গলা দিয়েছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও । এরপর থেকে হঠাৎই হাওয়া হয়ে যান ‘ইশকজাদে’-র নায়িকা ।
তবে খুব শীঘ্রই আবার সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন পরি । তাঁকে দেখা যাবে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে । পাশাপাশি নেটফ্লিক্সের ‘হোয়াইল অ্যা গার্ল অন দ্য ট্রেন’ ছবিতেও কাজ করেছেন তিনি । সম্প্রতি জানা গিয়েছে, সাইনার বায়োপিকটিও মুক্তি পাবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে ।
লকডাউনের পর সিনেমা হল খুললেও এখনও হলমূখী নন সাধারণ দর্শকরা । করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অনেকেই সিনেমাহল এড়িয়ে চলছেন । তার থেকে বাড়িতে বসে সিনেমা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন সাধারণ মানুষ । পাশাপাশি গত নভেম্বর থেকে সিনেমাহল খুললেও তাতে অর্ধেক দর্শক ঢোকার অনুমতি দেওযা হচ্ছে ।
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে বড় পর্দার যা অবস্থা তাতে বেশিরভাগ ছবি নির্মাতাই চাইছেন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের বেশি কাছে পৌঁছতে । তবে কোন ডিজিটাল প্ল্যাটফর্মে এই বায়োপিক মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি ।
সাইনা নেহওয়ালের বায়োপিকে প্রথমে কাস্ট করা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পরে শ্রদ্ধাকে সরিয়ে সেই জায়গা দখল করেন পরিণীতি চোপড়া । এখন দেখার পর্দায় সাইনা’কে কতটা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পারেন পরিণীতি ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে পরিণীতি চোপড়া অভিনীত সাইনা নেহওয়ালের বায়োপিক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement