Bollywood News: ‘দোস্তানা ২’ তো বিশ বাঁও জলে; তবে আবারও একসঙ্গে করণ, জাহ্নবী এবং কার্তিক, তাহলে কি নতুন কোনও ছবির জন্যই এক হলেন এই তিন মূর্তি?
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Bollywood News: সম্প্রতি মুম্বইয়ে একসঙ্গে দেখা গেল কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং করণ জোহরকে। আর এই তিন মূর্তিকে একসঙ্গে দেখা যাওয়ায় বি-টাউনের অন্দরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তাহলে কি তাঁরা একসঙ্গে কোনও ছবির জন্য হাত মিলিয়েছেন? আসলে ওই তিন তারকা একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন।
মুম্বই: সম্প্রতি মুম্বইয়ে একসঙ্গে দেখা গেল কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং করণ জোহরকে। আর এই তিন মূর্তিকে একসঙ্গে দেখা যাওয়ায় বি-টাউনের অন্দরে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তাহলে কি তাঁরা একসঙ্গে কোনও ছবির জন্য হাত মিলিয়েছেন? আসলে ওই তিন তারকা একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন। তাঁদের এই রিইউনিয়ন সকলের নজর কেড়ে নিয়েছে। আসলে অতীতে এই তিন তারকার একসঙ্গে ‘দোস্তানা ২’-এ কাজ করার কথা ছিল। কিন্তু সেই ছবির ভবিষ্যৎ আপাতত বিশ বাঁও জলে!
ওই পার্টিতে জাহ্নবী কাপুরকে দেখা গেল বোল্ড ফ্যাশন স্টেটমেন্টে। একটি স্টাইলিশ লিটল ব্ল্যাক ড্রেসে অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। তাঁর ড্রেসে যেটা বিশেষ ভাবে নজর কেড়েছিল, সেটা হল গোল্ড বাটন এবং সাদা রঙা কলার। ড্রেসের সঙ্গে সাযুজ্য রেখে অভিনেত্রী বেছে নিয়েছিলেন একটি ব্ল্যাক পিপ-টো-হিল। উজ্জ্বল প্রাণবন্ত মেকআপ আর ঢেউ-খেলানো খোলা চুল যেন তাঁর সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। অন্য দিকে বরাবরের মতো সিগনেচাপ অল-ব্ল্যাক লুকে স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন করণ। তাঁর পরনে ছিল স্টাইলিশ ডিটেলিং-সহ একটি বাটন-ডাউন টপ। আর চোখে ছিল তাঁর সেই ব্ল্যাক-রিমড চশমাটা।
advertisement
advertisement
অন্য দিকে কার্তিক আরিয়ান অবশ্য ধরা দিয়েছেন ক্যাজুয়াল অথচ রাগড লুকে। তাঁর পরনে ছিল পার্পল রঙা ওভারসাইজড টি-শার্ট। সঙ্গে বেছেছিলেন মানানসই একটি ডিসট্রেসড জিন্স। অভিনেতার গোঁফ এবং মাথার নীল রঙা টুপি দেখে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এটা তাঁর নতুন অবতার। আর সেটা হয়তো অভিনেতার আসন্ন ছবির জন্যই।
সম্প্রতি করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের তরফে রোম্যান্টিক কমেডি ধারার ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-র কথা ঘোষণা ঘোষণা করা হয়েছিল। সেখানে কার্তিকের কাজ করার কথাও জানানো হয়েছে। আর এই ছবির সঙ্গে অভিনেতার নতুন লুক একেবারে মিলে যাচ্ছে। এই ছবিটি পরিচালনা করেছিলেন ‘সত্য প্রেম কি কথা’-খ্যাত সমীর ভিদওয়ানস।
advertisement
আরও পড়ুনঃ হাতেনাতে ফল! ৭দিনে গায়েব ‘ব্যথা’! বাড়ির পাশের এই ‘গাছের’ পাতাই গাঁটের ‘প্রতিরোধী’
প্রায় ৩৪ সেকেন্ডের টিজার ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে ধর্মা প্রোডাকশনসের তরফে। সেই টিজারে মজা করে নিজের অতীতের ব্যর্থ সম্পর্কের কথা বলতে শোনা গিয়েছে কার্তিককে। তবে নিজের সেই চতুর্থ বারের প্রচেষ্টা সফল করার জন্য অঙ্গীকার করেছেন তিনি। যদিও কোন অভিনেত্রী থাকবেন, সে কথা স্পষ্ট করা হয়নি টিজারে। তবে ভক্তদের জল্পনা, এই ছবিতে কার্তিকের সঙ্গে দেখা যাবে জাহ্নবীকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 7:18 PM IST