এটা ওঁর চলে যাওয়ার সময় ছিল না ! ঋষি কাপুরের স্মৃতিচারণায় নীনা গুপ্তা !
- Published by:Piya Banerjee
Last Updated:
বলিউডে কাপুর এবং খানদের আলাদা ঐতিহ্য। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে কাজ করে কখনও আমার মনেই হয়নি তিনি একজন কাপুর।
#মুম্বই: ঋষি কাপুর যখন ছবিতে অভিনয় করা শুরু করেন, তখন শোবিজ-এ ছিল অ্যাংরি ইয়াং ম্যান এর চল। রমকম-এর ট্রেন শুরু করেন তিনি। ফ্লপ ছবির সংখ্যা নেহাতই কম নয়। তবে সমালোচক বা দর্শক কারওরই ঋষির অভিনয় ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তাঁর কেরিয়ারের ফার্স্ট হাফ এর চেয়েও জোরালো সেকেন্ড ইনিংস। ২০০০ সালের পরে নিজেকে একেবারে পাল্টে ফেলেছিলেন ঋষি কাপুর। বেশ মাথা খাটিয়ে চিত্রনাট্য বাছতে শুরু করেন। পরের দিকে সব কটা ছবিই হিট। নিজের ভুল রিপিট করেননি ঋষি।
তাঁর কেরিয়ারের মাইলস্টোন বলা চলে 'মুল্ক' ছবিটি। ছবির বিষয়বস্তু দারুণ। অভিনব সিনহার পরিচালনা অনবদ্য। তবে ঋষির অভিনয় ছবিতে অন্য ডাইমেনশন যোগ করে। 'মুল্ক'-এ ঋষির স্ত্রী এর ভূমিকা অভিনয় করেছিলেন নীনা। খুব কাছ থেকে অভিনেতাকে দেখার সুযোগ মিলেছিল তাঁর। ঋষির চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছেন না নীনা। অভিনেত্রীর কাছে এ যেন এক দুঃস্বপ্ন। এই ঘটনা সত্যি নয়। নীনার মনে হচ্ছে, এই সেদিন ঋষিকে দেখেছেন। আর আজ তিনি নেই। এ যেন কেউ ঠাট্টা করছে। ঠাট্টা নয় সত্যিই চলে গিয়েছেন ঋষি কাপুর। রেখে গিয়েছেন প্রচুর ভাল ছবি ও তাঁর মিষ্টি হাসি। নিউজ 18 বাংলার সঙ্গে ঋষির স্মৃতিচারণা করলেন নীনা গুপ্তা।
advertisement
'মুল্ক'-এ ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেছেন নীনা। ঋষি খুব মজার মানুষ ছিলেন। কাজ করছেন বলে গম্ভীর থাকতে হবে, এমনটা একেবারেই মনে করতেন না। খাদ্য রসিক ছিলেন। হাসি ঠাট্টা করতেন, এমনটাই জানালেন নীনা। তাঁর কথায়, 'মুল্ক' ভীষণ সিরিয়াস বিষয় নিয়ে একটা ছবি। ভারি সংলাপ। কঠিন দৃশ্য। তাঁর মধ্যেই চিন্টু জি হাসি-ঠাট্টা করতেন। সারাক্ষণ আমার পিছনে লাগতেন। এমনটাই দেখেছি ওঁকে। কাজ করার আগে ঋষি কাপুর সম্পর্কে একটা ধারণা তৈরি করেছিলাম। কাপুর পরিবারের ছেলে, কীভাবে বরফ গলবে। আমি ওঁর স্ত্রী এর ভূমিকায় রয়েছি । কেমিস্ট্রি তৈরি হওয়া প্রয়োজন। নানা কথা মাথায় এসেছিল। কিন্তু হাতে-কলমে যখন কাজ করতে শুরু করলাম, তখন বুঝলাম একেবারে মাটির মানুষ তিনি। স্টার সুলভ কোনও ব্যাপারই নেই ঋষির। আমার সব ভুল ধারণা ভেঙে গেল।'
advertisement
advertisement
ঋষি, সহ অভিনেতা হিসেবে দারুণ, এমনটাই মনে করেন নীনা। তাঁর কথায়, 'চিন্টুজি খুব সাবলীল অভিনেতা। তাঁকে দেখে কখনও মনে হতো না না অভিনয় করছেন। ব্যাপারটা যেন কিছুই নয়। 'মুল্ক' কতটা কঠিন ছবি, আমরা সকলেই জানি। কিন্তু আমি একটা কাজ করছি এমন কোনও ভাব ছিল না ঋষি কাপুরের কাপুরের। উনি কিছুই করতেন না, অথচ দারুণ হয়ে যেত সিনটা। ঋষির জন্য আমার অভিনয়ের মান অনেকটা ভাল হয়েছে। সামনে যদি একজন বড় অভিনেতা থাকেন, তাহলে কিছু করতে হয় না। আপনার অভিনয় এমনিতেই ভাল হবে।' ঠাট্টা করে নীনা বললেন, 'বলিউডে কাপুর এবং খানদের আলাদা ঐতিহ্য। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে কাজ করে কখনও আমার মনেই হয়নি তিনি একজন কাপুর। তা ঋষি বোঝান না বোঝান, তবে তিনি একজন ভাল অভিনেতা তো বটেই, একজন স্টারও। এটা ওঁর চলে যাওয়ার সময় ছিল না। ওঁর আরও ছবি করার ছিল। আরও গল্প বলার ছিল। দুর্ভাগ্য তা হলো না।'
advertisement
ARUNIMA DEY
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 12:37 AM IST

