• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • টাইগার শ্রফকে শক্তিমানের চরিত্র থেকে নাকচ করলেন মুকেশ খান্না !

টাইগার শ্রফকে শক্তিমানের চরিত্র থেকে নাকচ করলেন মুকেশ খান্না !

photo source collected

photo source collected

টাইগারের মুখে ভক্তিভাব নেই। ওকে কেউ মানবে না এই চরিত্রে।

 • Share this:

  #মুম্বই: লকডাউনের জন্য অনেক পুরনো সিরিয়াল আবার দেখানো শুরু হয়েছে। মহাভারত, রামায়ণ, দেখ ভাই দেখ-এর মতো অনেক সিরিয়াল। গৃহবন্দি মানুষের সময় কাটাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই লিস্টে নাম আছে জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান'-এর। সিরিয়ালে সব থেকে জনপ্রিয় সুপারহিরো 'শক্তিমান।" শক্তিমানের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। তবে এই সিরিয়াল যদি আবার রিমেক করা হয় তাহলে কি হবে?

  শক্তিমানের জন্য টাইগার শ্রফের নাম বলা হয়েছিল। তবে তা একবাক্যে নাকোচ করে দেন মুকেশ খান্না। তিনি বলেন, 'টাইগারের মধ্যে সেই ব্যাপারটাই নেই। শক্তিমান শুধু একটা সিরিয়াল নয়। বলা যেতে পারে একটা যুগ। মানুষের মনে গেথে আছে শক্তিমানের মুখ। টাইগারের মুখে ভক্তিভাব নেই। ওকে কেউ মানবে না এই চরিত্রে।' শুধু টাইগার নয় শাহরুখ, সলমান, আমির খানকেও এই লিস্ট থেকে বাদ দিলেন মুকেশ খান্না। বললেন, "ওদের সবার নিজেদের একটা ইমেজ আছে। সেই ইমেজ ভেঙে ওদের আসতে হবে।" আপাতত কাউকেই শক্তিমান হিসেবে ভাবতে পারছেন না মুকেশ খান্না।

  Published by:Piya Banerjee
  First published: