R Madhavan: ২২ বছরের দাম্পত্য, নতুন 'কাপল গোল' তৈরি করছেন মাধবন-সরিতা!

Last Updated:

আর মাধবন (R Madhavan) ও তাঁর স্ত্রী সরিতা বিরজে (Sarita Birje) নতুন করে ভালোবাসার রসায়নে ভিজিয়ে 'কাপল গোল' তৈরি করলেন রবিবার।

#মুম্বই: আর মাধবন (R Madhavan) ও তাঁর স্ত্রী সরিতা বিরজে (Sarita Birje) নতুন করে ভালোবাসার রসায়নে ভিজিয়ে 'কাপল গোল' তৈরি করলেন রবিবার। অভিনেতা ও তাঁর স্ত্রীয়ের বিয়ের ২২ বছর পূর্ণ হল এদিন। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পুরনো-নতুনের মিশেলে ছবি শেয়ার করেছেন 'ম্যাডি' মাধবনের স্ত্রী সরিতা। মাধবন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন এখনকার ছবি পোস্ট করে। মাধবন ও সরিতার ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ফ্যানেদের।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্ত্রীকে জড়িয়ে ছবি শেয়ার করে মাধবন লিখেছেন, 'আমাকে এতগুলো বছর ভালোবাসায় ভরিয়ে রেখেছ। হ্যাপি অ্যানেভার্সারি পোন্ডাতি। আরও আরও অনেক অপেক্ষা করছে।' এরই সঙ্গে সরিতা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁদের পুরনো ও নতুন দুটি ছবি। যা নিমেষে নজর কেড়েছে ফ্যানেদের। সরিতা ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, '২২ বছর হয়ে গেল, আর তুমি এখনও আমার ভিতরের শিশুটাকে বাঁচিয়ে রেখেছ। হ্যাপি অ্যানিভার্সারি হানি। অনেক ভালোবাসি তোমায়।'
advertisement
View this post on Instagram

A post shared by Sarita Madhavan (@msaru15)

advertisement
advertisement
১৯৯৯ সালে বিয়ে করেছিলেন মাধবন ও সরিতা। তাঁদের ১৪ বছরের এক সন্তান রয়েছে, নাম বেদান্ত। সরিতার পোস্টে বলিউডের অন্য সেলেবরাও শুভেচ্ছা জানাতে ভোলেননি। তালিকায় নাম এসেছে বিপাশা বসু থেকে শমিতা শেট্টির। বিপাশা লিখেছেন, 'আদুরে হ্যাপি অ্যানিভার্সারি'। শমিতার কথায়, 'হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের দুজনকে।'
মাধবনের পোস্ট। মাধবনের পোস্ট।
advertisement
কাজের দিক থেকে মাধবনকে আগামীকে দেখা যাবে 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' ছবিতে। সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে ফ্যানেদের। তামিল, তেলগু, কন্নড় ও বলিউড ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকের মনে জনপ্রিয়তা পেয়েছেন মাধবন। তাঁর রেহনা হ্যায় তেরে দিলমে, ৩ ইডিয়টস, রং দে বাসন্তী, তনু ওয়েডস মনু এখনও সমান জনপ্রিয় ছবি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
R Madhavan: ২২ বছরের দাম্পত্য, নতুন 'কাপল গোল' তৈরি করছেন মাধবন-সরিতা!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement