ভেঙেচুরে যাচ্ছে কেদারনাথের মন্দির...দেড় মিনিটে ফিরে এল সেই বীভৎসতা
Last Updated:
পাহাড় থেকে প্রবল ধারায় নেমে আসছে উন্মত্ত জলরাশি... ভেঙেচুরে যাচ্ছে কেদারনাথের মন্দির ৷
#মুম্বই: অপেক্ষা ছিল অনেকদিন ধরেই ৷ অবশেষে ১ মিনিট ৩৯ সেকন্ডের ঝলকে তার কিছুটা অবসান হল মাত্র ৷ আবার নতুন করে শুরু হল দিন গোনা ৷ এবার ৭ ডিসেম্বর ৭৫ মিমি পর্দায় পূর্ণ দৈর্ঘ্যের ছবিটা দেখার জন্য আরও খানিকটা অতিরিক্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন দর্শক ৷ কারণ প্রথম দর্শনেই সইফকন্যা যা দেখালেন তা এককথায় অনবদ্য ৷ মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের ছবি ‘কেদারনাথ’-এর টিজার ৷ মুহূর্তের মধ্যে ফিরে এল ২০১৩ সালে উত্তরাখণ্ডে বন্যার সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতি ৷ পাহাড় থেকে প্রবল ধারায় নেমে আসছে উন্মত্ত জলরাশি... ভেঙেচুরে যাচ্ছে কেদারনাথের মন্দির ৷ তার মধ্যেও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা আর একটা সরল প্রেমের আখ্যান এঁকেছেন পরিচালক অভিষেক কাপুর ৷ অনেকদিন ধরেই এই স্টার কিডকে রুপোলী পর্দায় দেখার অপেক্ষা করছেন দর্শক ৷ সইফ-অমৃতার মেয়ে সারা ইতিমধ্যেই বলি-টাউনে বেশ জনপ্রিয় ৷ তার সাদামাটা লুকস আর স্মার্ট ফ্যাশন দিয়ে ফ্যানদের হৃদয় জয় করেছেন ৷ এখন দেখার নায়িকা হিসেবে কতটা সফল হতে পারেন সারা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2018 3:21 PM IST