নিজের যৌন জীবন নিয়ে সরাসরি কথা বললেন করণ জোহর!
Last Updated:
#মুম্বই: করণ জোহরকে নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। করণের কি সেক্স অরিয়েন্টেশন তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় করণকে নিয়ে নানা খারাপ মন্তব্য করতে থাকে মানুষ। তা নিয়ে করণ কখনও মুখ খোলেননি। তবে সম্প্রতি আরবাজ খানের টক শো 'পিন্চ'-এ এসেছিলেন তিনি। সেখানে সোজা সাপটা জবাব দিলেন করণ জোহর।
আরবাজ তাঁকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে করা কিছু প্রশ্ন তুলে ধরেন করণের সামনে। সবার একটাই প্রশ্ন? আপনার সেক্সটা কি? আপনি ছেলে না মেয়ে? আরও নানা খারাপ প্রশ্ন উঠে আসে। তবে একটুও বিচলিত না হয়ে করণ সাফ জবাব দেন, " দেখ আমি সারা জীবন এই ধরণের মন্তব্য শুনে শুনে ক্লান্ত। তবে আজ কাল আর কিছু মনে হয় না। প্রথমে পড়ি তারপর হাসি। কী করব! মানুষ বোঝে না, আমরাও তাদের মতোই । আমাদেরও জীবন আছে। আমরাও কষ্ট পাই, একা হয়ে যাই মনে মনে। আমার সেক্স যাই হোক না কেন! সেটাতে তো আমি খুশি। কিন্তু সবার এতেই আগ্রহ। তবে আমার এসব কিছুতে খারাপ লাগে না। খারাপ লাগে যখন তাঁরা আমার ছোট্ট বাচ্চা গুলোকে নিয়ে খারাপ কথা বলে।"করণ জোহর সিঙ্গল ফাদার। তিনি সারোগেসি করিয়ে দুটো বাচ্চাকে নিজের করেছেন। যমজ বাচ্চা দুটির একটি ছেলে ও আর একটি মেয়ে।---
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2019 1:24 PM IST