লকডাউনে যে কারণে বারবার খুনের হুমকি পেলেন গায়িকা ও তাঁর সন্তানরা...

Last Updated:

তবে আপাতত কনিকা সুস্থ৷ কিন্তু করোনা কালে তাঁকে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন গায়িকা৷

#মুম্বই: ২০২০-এর গুগুল সার্চে যে সব তারকার নাম বেশি উঠে এসেছে, তার মধ্যে রয়েছেন কনিকা কাপুর৷ তবে যে কারণে তাঁকে গুগুল সার্চ করা হয়েছে তার মোটেই সুখকর নয় গায়িকার জন্য৷ সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদসংস্থায় সাক্ষাৎকারে তিনি জানান যে করোনা সময় তাঁকে ও তাঁর সন্তানদের খুবই সমস্যার মুখে পড়তে হয়েছিল৷ এমনকী বারবার খুনের হুমকিও পেয়েছেন তাঁরা সকলে!
করোনার আক্রান্ত হন কনিকা কাপুর৷ একেবারে লকডাউনের শুরুর দিকে তিনি করোনা সংক্রমিত হন৷ এবং প্রথমদিকে করোনা আক্রান্ত হওয়ার ফলে তাঁর ওপর নজর যায় সকলের৷ সেই সময় তিনি বিদেশ থেকে ফেরেন৷ তবে বিদেশ যাত্রার কথা গোপন করেন কনিকা৷ এরপর তিনি বিশাল পার্টির আয়োজনও করেন৷ ফলে তাঁর পার্টিতে উপস্থিত বহু নামী ব্যক্তিও আইসোলেশনে চলে যান৷ বিদেশ থেকে এসে এভাবে তাঁর পার্টিতে উপস্থিতি অনেক সাধারণ মানুষই ভাল চোখে নেননি৷ অনেকে তাঁর বিরুদ্ধে আঙুল তোলেন করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার জন্য৷ ফলে তাঁর গতিবিধির ওপর নজর রাখতে বা তিনি ঠিক কী করেছেন তা জানতে অনেকেই গুগুল সার্চ করে তাঁকে খুঁজতে থাকেন৷ এমনকী সেই সময় তাঁকে ও তাঁর সন্তানদের খুনের হুমকিও দেওয়া হয়৷ ফলে সেই সময় তিনি খুবই মর্মাহত ছিলেন৷ প্রতিদিনই তিনি হুমকির মধ্যে পড়তেন৷
advertisement
অনেকে আবার জানিয়েছিলেন যে গায়িকার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে৷ এমন খারাপ মেসেজ তিনি পেয়েছিলেন সেই সময়৷ জানান কনিকা৷ তাঁর কথায়, কেউ ভাবতেন না যে আমি সিঙ্গল মাদার৷ অর্থাৎ একা সন্তানদের মানুষ করছি৷ অনেক পরিশ্রম করে বাচ্চাদের বড় করছি৷ আর করোনার ফলে আমি সন্তানদের থেকে দূরেও ছিলাম৷ কেউ আমার কষ্টটা বুঝত না৷ সবাই আমায় দোষারোপ করছিল৷
advertisement
advertisement
তবে আপাতত কনিকা সুস্থ৷ কিন্তু করোনা কালে তাঁকে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন গায়িকা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনে যে কারণে বারবার খুনের হুমকি পেলেন গায়িকা ও তাঁর সন্তানরা...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement