#মুম্বই: বম্বে হাইকোর্টে মামলা ঠুকলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র বিরুদ্ধে মামলা করলেন তিনি । গত সপ্তাহে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বিএমসি । সে সময় মুম্বইয়ে উপস্থিত ছিলেন না কঙ্গনা । ছিলেন নিজের বাড়ি মানালিতে । মুম্বইয়ের অফিস ভাঙার খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন মুম্বইতে ।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই বম্বে হাইকোর্ট কঙ্গনা অভিযোগ দায়ের করলে হাইকোর্টের নির্দেশে অফিস ভাঙার কাজে স্থগিত করতে হয় । বিএমসি-র অভিযোগ ছিল, কঙ্গনার অফিস প্রস্তাবিত এলাকার থেকে ২-৩ ইঞ্চি বাড়িয়ে করা হয়েছে । কঙ্গনা বলেন, বিল্ডাররা যদি সত্যিই এমন কাজ করে থাকে, তা হলে সেটা তাঁর জানা নেই । তবে তা যদি হয়, তা হলে বিএমসি-র উচিত ছিল, সেই ২-৩ ইঞ্চি জায়গা ভেঙে দেওয়া । কিন্তু তারা ‘ক্যুইন’-এর স্টুডিওর বহু ক্ষতি করেছে । অফিসের ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে আসবাবপত্র সবই নষ্ট করেছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BMC, Bombey High Court, Kangana Ranaut