পা উপরে মাথা নীচে! ৯ মাসের গর্ভাবস্থা নিয়েই হট ছবি শেয়ার করলেন কল্কি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#মুম্বই: বিয়ে এখনও হয়নি ৷ এই মাসে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন নায়িকা কল্কি কোয়েচলিন ৷ এই নিয়ে অনেকবার ট্রোলড হয়েছেন তিনি ৷ তবে তাতে বিশেষ কর্ণপাত করেননি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ বা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র নায়িকা ৷
বয়ফ্রেন্ড গাই হার্শবার্গের সঙ্গে প্রায় বছর দুই প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর ৷ তিনিই কল্কির সন্তানের বাবা ৷ কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, অপ্রত্যাশিত মাতৃত্ব হওয়ায় প্রথম দু’মাস তিনি মাতৃত্বের কোনও স্বাদ অনুভব করেননি ৷ তবে বাচ্চার হার্টবিট শোনার পর তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন ৷ এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল কল্কির ৷ তবে সে সম্পর্ক টেঁকেনি ৷
advertisement
এখন নায়িকা ৯ মাসের প্রেগন্যান্ট ৷ ঘরে নতুন সদস্য আসবে আর কয়েকদিনের মধ্যেই ৷ সম্প্রতি নতুন একটি ছবি পোস্ট করেছেন কল্কি ৷ শর্টস পরে রিল্যাক্সিং মুডে রয়েছেন তিনি ৷ শেষ মাসের গর্ভাবস্থা চলছে তাঁর ৷ খোশমেজাজে রেলিংয়ে পা তুলে দিয়ে, দু’হাত মাথার পিছনে রেখে আরামে শুয়ে রয়েছেন নায়িকা ৷ এই সময় অনেকের ক্ষেত্রেই পা নীচু করে রাখলে পা ফুলে যায়, যন্ত্রণা করে ৷ তাই পা দু’টো একটু উঁচু করে রাখলে সুবিধা হয় ৷
advertisement
advertisement
View this post on InstagramNeed to put my feet up. Quite literally. #swellings #pregnancy #longdays
advertisement
দিন দুয়েক আগে হট পিঙ্ক বিকিনিতে একটি ছবি শেয়ার করেছিলেন কল্কি ৷ শীতের রোদ আর প্রেগন্যান্সি গ্লো...সব মিলিয়ে যেন কল্কির চেহারা আরও সুন্দর করে দিয়েছে ৷
*Blushing* Gotta thank @tillotamashome for the @mezzalunafashions for the @angelinajoseph for the @guyhershberg for the Also grateful to all my friends and fam for the support, for the kindness of strangers, for the energy bubble around me, for the hope of renewed innocence, empathy and change in 2020. A post shared by Kalki (@kalkikanmani) onView this post on Instagram
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2020 4:19 PM IST